#উৎসব: মহাষষ্ঠীর রীতি মেনে বেলুড়মঠে উমা বন্দনা শুরু, জেনে নিন পুজোর নির্ঘণ্ট

Oct 11, 2021, 10:44 AM IST
1/11

নিজস্ব প্রতিবেদন : রীতি মেনে আজ শুরু হল বেলুড়মঠের দুর্গাপুজো।

2/11

মহাষষ্ঠীর রীতি মেনে এদিন সকালে পুজোপাঠ করা হয় বেলুড়মঠে। 

3/11

সকালে সূর্যোদয়ের সঙ্গেই বেলুড়মঠের সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজরা শ্রীশ্রীমায়ের ঘাটে স্নান করেন।   

4/11

তারপর পবিত্র গঙ্গা জলপূর্ণ মঙ্গলঘট নিয়ে প্রথমে মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন। 

5/11

এরপর সম্মিলিতভাবে ঢাক-বাদ্যি বাজিয়ে সেই মঙ্গলঘট মাথায় করে চণ্ডীমণ্ডপে আনেন। 

6/11

তারপর সেই মঙ্গলঘট চণ্ডীমণ্ডপে রেখে রীতি মেনে তা পুজো করেন।  

7/11

আজ সন্ধ্যায় এই ঘট-ই মায়ের মৃন্ময়ী মূর্তির সামনে স্থাপন করে শুরু হবে মায়ের বোধন, আমন্ত্রণ এবং অধিবাস।

8/11

বলাই বাহুল্য যে, বেলুড়মঠের পুজোর দিকে নজর থাকে সারা বাংলা তথা বিশ্বব্যপী বাঙালির। 

9/11

কোভিড পূর্ব পরিস্থিতিতে ফি বছর পুজোতে ভক্তের ঢল নামত বেলুড়মঠে। বিশেষ করে অষ্টমীর সকালে কুমোরী পুজো, তারপর সন্ধিপুজো দেখতে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতেন বেলুড়মঠে। 

10/11

এবারও বুধবার, অষ্টমীর দিন সকাল ৯টায় কুমারী পুজোর আয়োজন করা হয়েছে বেলুড়মঠে। আর সন্ধ্যা ৭টা বেজে ৪৪ মিনিট থেকে শুরু হবে সন্ধিপুজো।

11/11

তবে গতবছর থেকে পরিস্থিতি বদলেছে। দর্শনার্থীদের আগমনে রাশ টেনেছে কর্তৃপক্ষ।