Return of Wagh Nakh from London: ব্রিটিশরা নিয়ে চলে গিয়েছিল শিবাজির 'নখ'! দীর্ঘ ২০০ বছর পরে তা ভারতে ফিরল...
Wagh Nakh of Chhatrapati Shivaji: বাঘের নখের মতো দেখতে ধারালো ছোরা-জাতীয় অস্ত্র। এই অস্ত্র দিয়েই ১৬৫৯ সালের ১০ নভেম্বর বীজাপুর সাম্রাজ্যের মুঘল সেনাপতি আফজল খানকে হত্যা করেছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ। কোথায় গেল সেই বাঘনখ?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ব্রিটেন থেকে ভারতে ফিরল শিবাজির সেই ঐতিহাসিক 'বাঘনখ'। 'বাঘনখ' হল এক ভয়ংকর অস্ত্র, মূলত গোপন থাকত। বাঘের নখের মতো দেখতে ধারালো ছোরা-জাতীয় অস্ত্র। এই অস্ত্র দিয়েই ১৬৫৯ সালের ১০ নভেম্বর বীজাপুর সাম্রাজ্যের মুঘল সেনাপতি আফজল খানকে হত্যা করেছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ। কোথায় গেল সেই বাঘনখ?
1/6
ইংল্যান্ডে
2/6
নখের জন্য মউ
photos
TRENDING NOW
4/6
সাতারা থেকে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম
আসলে প্রথম দিকে, সাতারায় মহারাজ ছত্রপতি শিবাজির উত্তরাধিকারীদের কাছে ওই 'বাঘনখ' ছিল। পরবর্তী কালে তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তা জেমস গ্র্যান্ট ডাফের হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন পেশোয়া। সেই 'বাঘনখ' সঙ্গে নিয়েই ব্রিটেনে ফিরে যান তিনি। পরে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের হাতে ঐতিহাসিক সেই অস্ত্র তুলে দেন ডাফের পরিবারের লোক।
5/6
তালুর নীচে নখ?
6/6
খুশি দেশ
photos