WBPSC Food Sub Inspector Exam 2019 Results: ফল প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে কত দিন?
Feb 01, 2019, 16:25 PM IST
1/4
গত ২৭ জানুয়ারি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ চাকরিপ্রার্থী। মোট ৯৫৭টি পদের জন্য নেওয়া হয়েছে পরীক্ষা। পরীক্ষার ফল ঘোষণার জন্য অনেকেই বসে রয়েছেন অধীর অপেক্ষায়। জানেন কি কবে বেরোতে পারে এই পরীক্ষার ফল?
2/4
মাধ্যমিক যোগ্যতামানের এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। অনেকেরই পরীক্ষা বেশ ভাল হয়েছে। ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। কিন্তু ফল প্রকাশের অপেক্ষা করা ছাড়া আপাতত উপায় নেই।
photos
TRENDING NOW
3/4
পশ্চিমবঙ্গের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছে মোট ১০০ নম্বরে। এর মধ্যে ৫০ নম্বর ছিল সাধারণ বিষয়। বাকি ৫০ নম্বর ছিল গণিত। এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য রয়েছে ২০ নম্বরের ইন্টারভিউ।
4/4
Zee24Ghanta.com-এর তরফে WBPSC-র সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পিএসসির তরফে জানানো হয়েছে, পরীক্ষা ফল প্রকাশ হতে লাগবে অন্তত ৯০ দিন। তাই মে মাসের আগে ফল প্রকাশের সম্ভাবনা কম। ফলে বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে WBPSC Food Sub Inspector 2019 পরীক্ষার ফল বেরোচ্ছে না।