World Rhino Day: ক্রমশ অবলুপ্তির পথে, পরিবেশের স্বার্থেই বাঁচিয়ে রাখতে হবে প্রাণীটিকে...
World Rhino Day: এই দিনটিতে অভয়ারণ্য ও বিভিন্ন জঙ্গলে বা চিড়িয়াখানায় গন্ডারদের সংরক্ষণ করার বিষয়টিকে আরও বেশি জনপ্রিয় করা হয়, গুরুত্ব দেওয়া হয়। গন্ডার মোট পাঁচ প্রজাতির হয়-- সাদা গন্ডার, কালো গন্ডার, এক-শৃঙ্গ গন্ডার, সুমাত্রার গন্ডার ও জাভার গন্ডার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেপ্টেম্বর মাসের ২২ তারিখে বিশ্ব গন্ডার দিবস পালিত হয়। চোরাশিকারিদের খপ্পরে পড়ে অনেক জায়গাতেই গন্ডারদের সংখ্যা কমছে। গন্ডারের শিং থেকে নানা ওষুধ তৈরি হয়, দ্রব্যগুণ গিসেবেও এর বিপুল গুরুত্ব-- এই ধারণার বশবর্তী হয়ে মানুষ হন্যে হয়ে গন্ডারের শিং খোঁজে। যে সন্ধানের জেরে বলি হতে হয় অরণ্যচারী এই প্রাণীটিকে। শুধু তাই নয়, গন্ডারের কিছু কিছু প্রজাতি ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে। এই সব দিক থেকে এরকম একটি দিনের তাই বিপুল তাৎপর্য। এই দিনটিতে অভয়ারণ্য ও বিভিন্ন জঙ্গলে বা চিড়িয়াখানায় গন্ডারদের সংরক্ষণ করার বিষয়টিকে আরও বেশি জনপ্রিয় করা হয়, গুরুত্ব দেওয়া হয়।