No Chicken: চিকেনপ্রেমীদের জন্য দুঃসংবাদ, কাল থেকে বন্ধ মুরগি!
Chicken in Market: রাজ্যজুড়ে মুরগির মাংসের জোগানের সংকটের আশঙ্কা!
Jul 17, 2024, 06:31 PM IST
1/5
বাজারে 'নো' চিকেন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিকেনপ্রেমীদের জন্য দুঃসংবাদ! বৃহস্পতিবার থেকে বাজারে আর চিকেন নাও পেতে পারেন! কারণ, রাজ্যজুড়ে বন্ধ হচ্ছে মুরগি পরিবহন।
2/5
বাজারে 'নো' চিকেন!
বৃহস্পতিবার মাঝরাত থেকে মুরগি পরিবহন বন্ধ রাখার ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই মুরগি পরিবহন। পুলিসি জুলুমবাজির বিরুদ্ধে প্রতিবাদেই মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত পোল্ট্রি অ্যাসোসিয়েশনের।
photos
TRENDING NOW
3/5
বাজারে 'নো' চিকেন!
অভিযোগ, ১১ জুলাই গভীর রাতে একটি মুরগিবোঝাই গাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় টহলদার পুলিস ওই গাড়িটিকে আটকায়। গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র দেখানোর পরেও পুলিস চালকের থেকে বেশ কিছু টাকা দাবি করে।
4/5
বাজারে 'নো' চিকেন!
চালক ৫০ টাকা দিতে চাওয়ায়, তাঁকে গাড়ি থেকে টেনে নামিয়ে টর্চের পিছন দিয়ে মাথায় আঘাত করা হয়। যার জেরে মাথা ফেটে যায় সমীর ঘোষ নামে ওই গাড়ি চালকের। এই ঘটনায় বেলদা থানার আইসি ও পশ্চিম মেদিনীপুরের এসপিকে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
5/5
বাজারে 'নো' চিকেন!
তারপরই ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে বৃহস্পতিবার মাঝরাত থেকে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরফলে রাজ্যজুড়ে মুরগির মাংসের জোগানের সংকট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.