ইনিংস ও ২০২ রানে রাঁচি টেস্টে জয় টিম ইন্ডিয়ার, প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল কোহলিরা

ফলো অন করতে নেমে ১৩৩ রানে শেষ প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস।

Updated By: Oct 22, 2019, 10:04 AM IST
ইনিংস ও ২০২ রানে রাঁচি টেস্টে জয় টিম ইন্ডিয়ার, প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল কোহলিরা

নিজস্ব প্রতিবেদন :  রাঁচিতে তৃতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে কোহলিরা আর দুটো উইকেট দূরে ছিল। মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনে সকালেই দ্বিতীয় ওভারেই পর পর দু বলে ডি ব্রুইন ও লুঙ্গি এনগিডিকে তুলে নিলেন শাহবাজ নাদিম। ফলো অন করতে নেমে ১৩৩ রানে শেষ প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস। ইনিংস ও ২০২ রানে রাঁচি টেস্ট জিতে নিল কোহলি অ্যান্ড কোম্পানি। এই প্রথমবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে টানা ১১টি সিরিজ জিতল ভারতীয় ক্রিকেট দল।

 

স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। যে কোনও প্রতিপক্ষকেই কার্যত উড়িয়ে দিচ্ছেন কোহলিরা। দেশের বাইরে হোক কিংবা ভিতরে, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোনও দাঁতই ফোটাতে পারছে প্রতিপক্ষ দল। ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকেও নিয়েও ছেলেখেলা করেছেন কোহলিরা। ভাইজ্যাগ, পুণেতে পর পর দুটো টেস্ট জিতে আগেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে নিয়েছিল কোহলি অ্যান্ড কোম্পানি। রাঁচিতে মঙ্গলবার সকালেই প্রোটিয়াদের যাবতীয় প্রতিরোধ শেষ নাদিমের দুটো বলে।

সোমবার টেস্টের তৃতীয় দিনেই দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করাতে নামায় বিরাট কোহলির দল। সোমবার মধ্যাহ্নভোজের পরই ১৬২ রানে শেষ হয়ে যায় দু'প্লেসিদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৯৭ রান তুলে ডিক্লেয়ার করে দেয় ভারত। ৩৩৫ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টেস্টেও ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয়। মহম্মদ শামি আর উমেশ যাদবের আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার।

আরও পড়ুন - সমস্যা মিটিয়ে ভারত সফরে আসবে বাংলাদেশ, আশাবাদী সৌরভ

উমেশ যাদবের একটা নির্বিষ বাউন্সার লাগে এলগারের হেলমেটে। ডিন এলগার আর ব্যাট করতে নামেন নি। কনকাশন সাবস্টিটিউট হিসেবে এলগারের পরিবর্তে ব্যাট করেন ডি ব্রুইন। সোমবার দিনের শেষে অশ্বিনের বল ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে কিপিং করতে নামেন ঋষভ পন্থ। মঙ্গলবার সকালে অবশ্য আবার মাঠে নামেন সেই ঋদ্ধিই। ডি ব্রুইনের লো ক্যাচও ধরেন তিনি। অভিষেক টেস্টে ৪ উইকেট নিলেন শাহবাজ নাদিম। ৩-০ তে সিরিজ জিতে ২৪০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মগডালে বিরাট ব্রিগেড। 

 

.