Messi-Ronaldo কে হারিয়ে The Best FIFA Men’s Player জিতে নিলেন Robert Lewandowski
২০২০ সালের 'দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার' (The Best FIFA Men’s Player) পুরস্কারের জন্য তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন লিওনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
নিজস্ব প্রতিবেদন: লিওনেল মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) হারিয়ে (The Best FIFA Men’s Player) ফিফার বর্ষসেরা পুরস্কার জিতে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। প্রথমবার সংক্ষিপ্ত তিনে মনোনীত হয়েই জিতে নিলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
He's done it! @lewy_official overcomes two of the greatest players in history to become #TheBest FIFA Men's Player for the first time!
@FCBayern | @LaczyNasPilka pic.twitter.com/TK34hTXcsS
— FIFA.com (@FIFAcom) December 17, 2020
কোভিডের কারণে এবার ভার্চুয়াল পুরস্কার অনুষ্ঠানে চমক ছিল। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (FIFA President-Gianni Infantino) হাজির হয়ে যান লেওয়ানডস্কির (Robert Lewandowski) কাছে। নিজেই রবার্টের হাতে তুলে দেন সেরার ট্রফি।
Surprise #TheBest @lewy_official pic.twitter.com/zQSdQpj33w
— FC Bayern English (@FCBayernEN) December 17, 2020
২০২০ সালের 'দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার' (The Best FIFA Men’s Player) পুরস্কারের জন্য তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন লিওনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
২০১৯-২০ মরসুমে অপরাজিত থেকে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandowski)। বায়ার্নের ত্রিমুকুট জয়েও বড় ভূমিকা ছিল রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandowski)। ইউরোপ সেরার আসরে ১৫ গোল আর বুন্দেশলিগায় ৩৪ গোল, ২০১৯-২০ মরসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৫৫ গোল করেন লেওয়ানডস্কি (Robert Lewandowski)।
The Best FIFA Men’s Player: 'দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার' পুরস্কার জিতে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার (Poland/Bayern Munich) রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)
The Best FIFA Women’s Player: মহিলাদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ম্যাঞ্চেস্টার সিটির ব্রিটিশ ফুটবলার (England/Man City) লুসি ব্রোঞ্জ (Lucy Bronze)।
Bronze turns to gold! @LucyBronze is #TheBest FIFA Women’s Player 2020@OLfeminin / @ManCityWomen | @Lionesses | #FIFAFootballAwards pic.twitter.com/ZQ1b1pJFnt
— FIFA Women's World Cup (@FIFAWWC) December 17, 2020
The Best FIFA Men’s Coach: বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিলেন লিভারপুলের (Liverpool) য়ুর্গেন ক্লপ (Jurgen Klopp)।
The Best FIFA Women’s Coach: নেদারল্যান্ডসের (The Netherlands) সারিনা ওয়েইমান (Sarina Wiegman) জিতে নিয়েছেন ফিফার বর্ষসেরা মহিলা কোচের পুরস্কার।
Here is the FIFA @FIFPro Men's #World11 2020:
@Alissonbecker, @TrentAA, @SergioRamos, @VirgilvDijk, @AlphonsoDavies, @DeBruyneKev, @Thiago6, Joshua Kimmich, Lionel Messi, @lewy_official and @Cristiano
What a team! pic.twitter.com/9yJMGr4A6M
— FIFA.com (@FIFAcom) December 17, 2020
Here’s your 2020 FIFA @FIFPro Women’s #World11
Congratulations @TIANEendler, @LucyBronze, @WRenard, @Mdawg1bright, @delphsix, @barbarabonansea, @VeroBoquete, @mPinoe, @PernilleMHarder, @VivianneMiedema, @TobinHeath #TheBest | #FIFAFootballAwards pic.twitter.com/7r0V4CPxC5
— FIFA Women's World Cup (@FIFAWWC) December 17, 2020
The Best FIFA Men’s Goalkeeper: আলিসান বেকার (Alisson Becker), জন ওবালাককে (Jan Oblak) হারিয়ে ফিফা বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতে নিলেন বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার (Germany/Bayern Munich)।
The Best FIFA Women’s Goalkeeper: অলিম্পিক লিঁও-র (France/Lyon) ফরাসি গোলরক্ষক সারহা বউহাদ্দি (Sarah Bouhaddi) জিতে নিলেন বর্ষসেরা মহিলা গোলরক্ষকের পুরস্কার।
FIFA Fair Play Award: ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন মাততিয়া অগনিস (Mattia Agnese)। অস্পেডেল্টির (Ospedaletti) হয়ে খেলার সময়, হেড করতে গিয়ে প্রতিপক্ষের ফুটবলার মাঠেই সংজ্ঞা হারান, এরপর তিনি জীবন বাঁচান।
Congratulations Mattia Agnese on winning the FIFA Fair Play Award. While playing for Ospedaletti, the teenager admirably saved the life of an opponent who had lost consciousness following a clash of heads #TheBest #FIFAFootballAwards pic.twitter.com/iGAzEIfpDq
— FIFA.com (@FIFAcom) December 17, 2020
FIFA Puskas Award: উরুগুয়ের লুই সুয়ারেজ (Luis Suarez) ও জর্জিয়ান দে আরাসকায়েতাকে (Giorgian De Arrascaeta) পিছনে ফেলে ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার 'পুসকাস অ্যাওয়ার্ড' (FIFA Puskas Award) জিতে নিলেন সন হিউং-মিন (Son Heung-Min)। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিরুদ্ধে গোলটি করেছিলেন টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) কোরিয়ান তারকা।
Get in there, Sonny! Son Heungmin's breathtaking goal against Burnley wins him the FIFA #Puskas Award
@SpursOfficial | @theKFA
#TheBest #FIFAFootballAwards pic.twitter.com/kLXsAh8Twr— FIFA.com (@FIFAcom) December 17, 2020
Marivaldo walks into history! The man who unbelievably walks 60 kilometres to watch @sportrecife home matches wins the FIFA Fan Award 2020 #TheBest #FIFAFootballAwards pic.twitter.com/NZwCGdPjH4
— FIFA.com (@FIFAcom) December 17, 2020
FIFA Fan Award: মেরিভাল্ডো (Marivaldo) ফ্রান্সিসকো দ্য সিলভা ইতিহাসে নাম তুললেন! ৬০ কিলোমিটার পথ হেঁটে তিনি ম্যাচ দেখতে যেতেন জিতে নিয়েছেন ফ্যান অ্যাওয়ার্ড ২০২০।
দুই প্রয়াত কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনা এবং পাওলো রোসিকে শ্রদ্ধার্ঘ জানায় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA। সেই সঙ্গে তাঁদের স্মৃতিচারণাও করা হয় এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে।
আরও পড়ুন-Doping Ban: নিষেধাজ্ঞা কমলেও Tokyo অলিম্পিক্স এবং Qatar বিশ্বকাপে নেই Russia