আই লিগে নতুন দল নেওয়ার জন্য বিজ্ঞাপন দিল AIFF

নতুন কর্পোরেট দল এলে এবারের আই লিগ হবে ১২ দলের।

Updated By: Jun 5, 2020, 02:34 PM IST
আই লিগে নতুন দল নেওয়ার জন্য বিজ্ঞাপন দিল AIFF

নিজস্ব প্রতিবেদন:  আই লিগে নতুন কর্পোরেট দল নেওয়ার প্রক্রিয়া চালু করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। শুক্রবার নতুন কর্পোরেট দলের জন্য বিজ্ঞাপন দিল এআইএফএফ।

১০ জুন থেকে ২০ জুনের মধ্যে চার লক্ষ টাকার বিনিময়ে বিড পেপার তোলা যাবে।
রাজধানী দিল্লি, রাঁচি, জয়পুর, যোধপুর, ভোপাল, আমেদাবাদের মতো শহর থেকে আসতে পারে আই লিগের নতুন দল।

দিল্লি থেকে ফেডারেশন সচিব কুশল দাস জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, "মোহনবাগান চলে যাওয়ার পর আই লিগে নতুন দল নিতে চাই আমরা। একইসঙ্গে আই লিগকে গোটা ভারতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। তাই যে সমস্ত শহরে আই লিগের দল নেই,সেখান থেকেই নতুন দল নিতে চায় ফেডারেশন।"

মনে করা হচ্ছে দিল্লি বা উত্তর ভারতের কোনও শহর থেকে খেলতে পারে আই লিগের নতুন দল। ফেডারেশন সূত্রে খবর, দিল্লির দল সুদেভা এফসি কর্পোরেট দল হিসাবে আই লিগে খেলার সম্ভাবনা প্রবল। তিন বছর আগে শেষ কর্পোরেট দল  হিসাবে আই লিগে এসেছিল গোকুলাম কেরালা। নতুন কর্পোরেট দল এলে এবারের আই লিগ হবে ১২ দলের।

আরও পড়ুন - এশিয়ার অন্যতম সেরা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল ভারত

.