দেখুন ভিডিয়ো: ছুটছেন 'মিস্টার ইন্ডিয়া', অভিনেতা Anil Kapoor যখন স্প্রিন্টার!
অনিল কাপুরের দৌড় দেখে মনে হচ্ছে তিনি যেন কোনও পেশাদার স্প্রিন্টার!
নিজস্ব প্রতিবেদন: আর ঠিক দু'দিন পর শুরু টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) । এবার ভারত থেকে ১১৯ জন (৬৭ জন পুরুষ ও ৫২ জন মহিলা) অ্যাথলিট প্রতিনিধিত্ব করছেন। তাঁদের তাতাতে এবার নিজেই ছুটলেন অনিল কাপুর (Anil Kapoor)। আর সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করলেন বলিউড অভিনেতা।
অনিল কাপুরের দৌড় দেখে মনে হচ্ছে তিনি যেন কোনও পেশাদার স্প্রিন্টার! ৬৪ বছরেও কেউ এতটা ফিট হতে পারেন তা, অনিল কাপুরকে না দেখলে বিশ্বাস হবে না! অনিল কাপুর ইনস্টাতে লিখলেন, "আবার ট্র্যাকে ফিরে ভাল লাগছে। ভারতীয় অ্যাথলিটরা টোকিওতে গোটা দেশকে গর্বিত করছে। তাঁদের দেখেই আমি অনুপ্রাণিত।" এর আগে অনিল কাপুর ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: গুনতিতে ভুল হওয়ায় ৬ জন সাঁতারুকে দেশে ফেরত পাঠাল পোল্যান্ড!
এবার অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রয়েছেন ২৬ জন অ্যাথলিট। অ্যাথলেটিক্সের ইভেন্ট শুরু হবে অলিম্পিক্স শুরুর ঠিক ৭ দিন পর। জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়াকে দিয়েই ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অভিযান শুরু।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)