Deepika Kumari | Paris Olympics 2024: 'যন্ত্রণা বলে বোঝাতে পারব না'! দেশের জন্য মায়ের ত্যাগ, ১৯ মাসের মেয়েকে রেখেই...
Deepika Kumari Says She Is Missing 19 Month Old Daughter In Paris Olympics 2024: মেয়েকে রেখেই আসতে হয়েছে মহাযুদ্ধে! মন ভালো নেই মায়ের, তবুও...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক পাঁচ দিন। তারপরেই শুরু 'গ্রেটেস্ট শো অন আর্থ', মাল্টি স্পোর্টস ইভেন্টের শেষ কথা- অলিম্পিক্স। এবার প্য়ারিসে (Paris Olympics 2024) মহাযুদ্ধ। বিশ্বের দরবারে তেরঙা তুলে ধরার গুরুদায়িত্ব ১১৭ জন (৭০ পুরুষ, ৪৭ মহিলা) ভারতীয় অ্যাথলিটের। ৬৯টি ইভেন্টে ৯৫টি পদকের জন্য় লড়াই। তাঁদের সঙ্গ দেবেন ১৪০ জন সাপোর্ট স্টাফ। ২৫৭ সদস্য়ের টিম যাচ্ছে প্য়ারিস। এই ইভেন্ট থেকে পদক জেতার অন্য়তম দাবিদার দীপিকা কুমারী (Deepika Kumari)। দেশের তারকা তীরন্দাজ টোকিও অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে গিয়েই থেমেছিলেন। কিন্তু এবার তিনি ভালো কিছু করতে মরিয়া।
আরও পড়ুন: নীরজদের তাতাচ্ছে রোহিতদের বোর্ড, কোটি কোটি টাকা দিল BCCI, বিরাট ঘোষণা জয় শাহ-র
দীপিকা প্য়ারিসে এলেও তাঁর মন পড়ে আছে বাড়িতে। সদ্য়ই মা হয়েছেন তিনি। ১৯ মাসের ফুটফুটে মেয়ে বেদিকা বাড়িতে রেখেই এখানে এসেছেন তিনি। দীপিকা বলছেন, 'সত্য়ি বলতে মেয়েকে ছেড়ে থাকার যন্ত্রণা বলে বোঝাতে পারব না। আমি ওকে খুবই মিস করছি। কিন্তু কী বা করার আছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে, এত বছর ধরে যেটা নিয়ে কাজ করেছি, সেটাও তো অর্জন করতে হবে। তবে আমি কৃতজ্ঞ যে, আমার শ্বশুরবাড়ি এবং অতনু প্রচণ্ড সাপোর্টিভ।' দীপিকার স্বামী অতনু দাস বলছেন, 'আমরা বাবা-মা হওয়ার সিদ্ধান্ত ভেবেই নিয়েছিলাম, যাতে প্য়ারিসে প্রতিনিধিত্ব করতে পারি। কিন্তু দীপিকা একেবারে শূন্য় থেকেই শুরু করেছে। লিফটিং বা বোয়িং ভুলেই যান। ও নিত্য়নৈমিত্তিক কাজও করতে পারছিল না। ধীরে ধীরে ও জগিং শুরু করে। প্রচুর কঠোর পরিশ্রম করেছে। নিয়মিত জিমে গিয়েছে।' দীপিকা অলিম্পিক্সে এখনও পদক জেতেননি ঠিকই, তবে আন্তর্জাতিক মঞ্চে তাঁর সাফল্য় প্রশ্নাতীত। কমনওয়েলথ, এশিয়াড, এশিয়ান চ্য়াম্পিয়নশিপ ও বিশ্বকাপের তাঁর রয়েছে অগুণিত পদক। দেখার এবার প্য়ারিসে তিনি কী করেন!
২০২০ টোকিয়ো অলিম্পিক্সে ভারত জিতেছিল ৭টি পদক। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ভারত জিতেছিল হাফ জজন পদক। নিজেদের পারফরম্যান্সকেই ছাপিয়ে গিয়েছিল ভারত। গোটা দেশ আজ জয়গান করেছিল নীরজ-মীরাবাঈ-সিন্ধুদের জন্য। অলিম্পিক্স থেকে পদক নিয়ে ফিরেছিলেন নীরজ (জ্যাভলিনে সোনা), মীরাবাঈ চানু (৪৯ কেজি ভারোত্তোলনে রুপো), রবি দাহিয়া (৫৭ কেজি ভারোত্তোলনে রুপো), লভলিনা বড়গোহাঁই (মহিলাদের ওয়াল্টারওয়েট বক্সিং), পিভি সিন্ধু (মহিলা সিঙ্গলসের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ) ও বজরং পুনিয়া (ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজিতে ব্রোঞ্জ)। ভারতীয় পুরুষ হকি দলেরও এসেছে ঐতিহাসিক ব্রোঞ্জ। দেখা যাক ভারত এবার প্য়ারিসে গিয়ে টোকিয়োর সাফল্য় ছা়ড়িয়ে যেতে পারে কিনা!
আরও পড়ুন: স্মৃতিকে দেখতেই হুইল চেয়ারে মাঠে অনুরাগী, তারকার অপ্রত্যাশিত উপহারে চোখে জল...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)