IPL নিলামের আগেই ব্যাটে-বলে ঝড় সচিনপুত্র অর্জুনের

ব্যাটিং করার সময় ৫টি চার ও ৮টি ছক্কা মারেন সচিনপুত্র। অফ-স্পিনার হশির দাফেদরের এক ওভারে ৫টি ছয় মারেন অর্জুন।

Updated By: Feb 15, 2021, 02:32 PM IST
IPL নিলামের আগেই ব্যাটে-বলে ঝড় সচিনপুত্র অর্জুনের

আইপিএলের নিলামের আগেই ব্যাটে-বলে নজর কাড়লেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। মুম্বইয়ে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে ৩১ বলে ৭৭ রান ও বল হাতে ৪১ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন অর্জুন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত এই টুর্নামেন্টে এমআইজি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তিনি। তাঁর এই অলরাউন্ড পারফরমেন্সের ভিত্তিতে ইসলাম জিমখানাকে ১৯৪ রানে হারায় অর্জুনের দল।

ব্যাটিং করার সময় ৫টি চার ও ৮টি ছক্কা মারেন সচিনপুত্র। অফ-স্পিনার হশির দাফেদরের এক ওভারে ৫টি ছয় মারেন অর্জুন। তাঁর এই ইনিংসের সুবাদে এমআইজি ৪৫ ওভারে ৩৮৫ রান করেন। জবাবে জিমখানা মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায়। অর্জুন ছাড়াও তিনটি করে উইকেট পান অঙ্কুশ জয়সওয়াল ও শ্রেয়স গুরভ।

আরও পড়ুন - Ind vs Eng: তৃতীয় দিনের প্রথম ওভারেই অস্বাভাবিক রান আউট পূজারা, দেখুন ভিডিয়ো

ভারতরত্ন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন জানুয়ারি মাসেই মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক ঘটিয়েছেন। সেই সুবাদেই আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করতে পেরেছেন। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় নিলামের চূড়ান্ত তালিকাতেও নাম রয়েছে অর্জুনের। মুম্বই ইন্ডিয়ান্স তাকে দলে নেয় কিনা তা দেখার জন্য মুখিয়ে থাকবে ক্রিকেট জনতা।  

.