ক্যাপ্টেন হলেও আমি দলে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ : রোহিত শর্মা
যে কোনও দলের অধিনায়কই সেই দলের সাফল্যের অন্যতম কারিগর।
নিজস্ব প্রতিবেদন: আইপিএলের সবচেয়ে সফল দল এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার অধিনায়কত্বে চারবার আইপিএল ট্রফি জিতেছে তারা। অথচ সেই রোহিত শর্মা বলছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে তিনি তার দলের সবচেয়ে গুরুত্বহীন সদস্য!
যে কোনও দলের অধিনায়কই সেই দলের সাফল্যের অন্যতম কারিগর। কিন্তু রোহিত শর্মা এইসব ক্রিকেট থিওরিতে একেবারেই বিশ্বাসী নন! তিনি অন্য কথা বলছেন। রোহিতের কথায়, "আমার থিওরি বলে যখন আপনি ক্যাপ্টেন, তখন টিমের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্য আপনিই। অন্যদের গুরুত্ব আপনার কাছে অনেক বেশি। অন্য ক্যাপ্টেনদের কাছে এর মানে অন্যরকম হতে পারে, কিন্তু আমার সাফল্যের থিওরি এটাই।"
রোহিতের এই ক্যাপ্টেন্সি থিওরি থেকে অনেকেই হয়তো মহেন্দ্র সিং ধোনির মতো মিল খুঁজে পাচ্ছেন তাঁর মধ্যে। ঠান্ডা মাথায় মাঠে নেমে পরিস্থিতি সামলাতে বেশ দক্ষ কিন্তু 'হিটম্যান'।
আরও পড়ুন - ধোনি-ম্যাকালাম-সাঙ্গাকারা-বাউচার; সেরা কিপার বেছে নিলেন গিলক্রিস্ট