বাংলার কোচ হলেন অশোক মালহোত্রা

বাংলা ক্রিকেট দলের নতুন কোচ হলেন অশোক মালহোত্রা। ডব্লুউ ভি রামনকে সরানোর চব্বিশ ঘন্টার মধ্যে নতুন কোচকে বেছে নিলেন সিএবি কর্তারা। মনোজ-লক্ষ্মীদের কোচ হওয়ার দৌড়ে ছিলেন তিনজন। অশোক মালহোত্রা, দেবু মিত্র ও বলবিন্দর সিং সাঁধু। দেবু মিত্র সিএবি কর্তাদের জানান,সৌরাষ্ট্র কর্তারা তাঁকে ছাড়তে নারাজ।

Updated By: Jul 22, 2013, 09:58 PM IST

বাংলা ক্রিকেট দলের নতুন কোচ হলেন অশোক মালহোত্রা। ডব্লুউ ভি রামনকে সরানোর চব্বিশ ঘন্টার মধ্যে নতুন কোচকে বেছে নিলেন সিএবি কর্তারা। মনোজ-লক্ষ্মীদের কোচ হওয়ার দৌড়ে ছিলেন তিনজন। অশোক মালহোত্রা, দেবু মিত্র ও বলবিন্দর সিং সাঁধু। দেবু মিত্র সিএবি কর্তাদের জানান,সৌরাষ্ট্র কর্তারা তাঁকে ছাড়তে নারাজ।
আর তিনিও তাই এই পরিস্থিতিতে সৌরাষ্ট্র ছাড়তে পারবেন না। অন্যদিকে সিএবি কর্তাদের অধিকাংশই বিপক্ষে ছিলেন বলবিন্দর সিং সাঁধুর।
কারণ,তাঁরা চাইছিলেন বাংলারই কোনও প্রাক্তন ক্রিকেটারকে দায়িত্ব দিতে।অবশেষে অশোক মালহোত্রাকেই বাংলার নতুন কোচ হিসেবে বেছে নেওয়া হয় সিএবির পক্ষ থেকে।

.