পুরো পেস-অ্যাটাক বিশ্রামে! কোহলির ভারতের বিরুদ্ধে কেমন দল সাজাল অস্ট্রেলিয়া!

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা পুরো পেস অ্যাটাককে বিশ্রামে পাঠিয়ে দিল তারা।

Updated By: Jan 4, 2019, 04:48 PM IST
পুরো পেস-অ্যাটাক বিশ্রামে! কোহলির ভারতের বিরুদ্ধে কেমন দল সাজাল অস্ট্রেলিয়া!

নিজস্ব প্রতিনিধি : আট বছর পর তিনি আবার অস্ট্রেলিয়ার প্রথম একাদশে জায়গা করে নিলেন। আট বছর পর আবার অস্ট্রেলিয়ার পেস-অ্যাটাকের নেতৃত্বের দায়িত্বে তিনি। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে অজি দলে ডাক পড়ল পিটার সিডল-এর। ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হচ্ছে ১২ জানুয়ারি থেকে। একদিনের সিরিজের জন্য দল ঘোষণায় বড়সড় চমক দিল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা পুরো পেস অ্যাটাককে বিশ্রামে পাঠিয়ে দিল তারা। মিচেল স্টার্ক, জোস হ্যাজলউড প্যাট কামিন্স। তিনজনেই বিশ্রামে। জেসন বেরেনডর্ফ ডাক পেলেন দলে। একদিনের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

আরও পড়ুন-  ইটের বদলে পাটকেল! কোহলির অপমানের বদলা নিল 'ভারত আর্মি'

নাথান লিঁয় ও উসমান খোয়াজা একদিনের দলে ফিরলেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন দুই জনেই। কিছুদিন আগে এই দুই ক্রিকেটার জানিয়েছিলেন, দেশের জার্সিতে ২০১৯ বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা। চলতি টেস্ট সিরিজে নাথান লিঁয় ভাল পারফরম্যান্স করেছেন। তারই পুরস্কার পেলেন তিনি। ক্রিস লিন, ট্রাভিস হেড, অ্যাস্টন আগার, ডিআরচি শর্ট ও বেন ম্যাকডরমেট একদিনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। অজি বোলিং বিভাগের আরেক ভরসা নাথান কুল্টার নিলও দলে নেই। তাঁর পিঠে চোট রয়েছে। 

আরও পড়ুন-  ফিটনেসের কোন পর্যায় রয়েছেন, এক সেকেন্ডে প্রমাণ করে দিলেন ঋষভ পন্থ

অজি নির্বাচন প্যানেল-এর প্রধান ট্রেভর হনস বলেছেন, ''বিশ্বের প্রথম সারির প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশ এখন দুই জন স্পিনার নিয়ে দল সাজাচ্ছে। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা দলগঠন করেছি। নাথান লিঁয় এখন আমাদের দলে স্পেশালিস্ট স্পিনার। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ও দারুণ পারফর্ম করেছে। তা ছাড়া বিশ্বকাপের কথা মাথায় রেখে ওকে দলে নেওয়া হয়েছে। লিঁয়কে দলে আনার জন্য আমাদের বাধ্য হয়ে অ্যাস্টন আগারকে বাইরে রাখতে হল।'' ভারতের বিরুদ্ধে খেলার পরই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে নামবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজকেই তাই বিশ্বকাপের বিরুদ্ধে প্রস্তুতি মঞ্চ বলে ধরছে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, ১২ জানুয়ারি সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচ। পরবর্তী দুটি ম্যাচ ১৫ ও ১৮ জানুয়ারি। এর পরই নিউজিল্যান্ডে তিন ম্যাচের একদিনের ও টি-২০ সিরিজ খেলতে যাবেন বিরাটরা।

অস্ট্রেলিয়া স্কোয়াড- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেরেনডর্ফ, অ্যালেক্স কারে (কিপার), পিটার হ্যান্ডসকম্ব, উসমান খোয়াজা, নাথান লিঁয়, মিচ মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝে রিচার্ডসন, পিটার সিডল, বিলি স্টানলাক, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পা। 

.