Avi Barot: ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সৌরাষ্ট্রের ক্রিকেটার

হরিয়ানা ও গুজরাটের হয়েও খেলছেন অভি।

Reported By: শুভপম সাহা | Updated By: Oct 16, 2021, 02:49 PM IST
Avi Barot: ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সৌরাষ্ট্রের ক্রিকেটার
অভি বরোট

নিজস্ব প্রতিবদেন: মাত্র ২৯ বছয় বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভি বরোট (Avi Barot)। গত মরসুমে (২০১৯-২০) রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের ওপেনার ও উইকেটকিপার ছিলেন অভি। শনিবার টুইটারে বিবৃতি দিয়ে এই মর্মান্তিক সংবাদ জানিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (Saurashtra Cricket Association)। এসসিএ এদিন লিখেছে, "ক্রিকেটার অভি বরোটের অকাল প্রয়াণে আমরা ভাষা হারিয়েছি। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সকলেই শোকস্তব্ধ। সৌরাষ্ট্রের একজন দুরন্ত ক্রিকেটার ছিল অভি। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে অভি প্রয়াত হয়েছে।"

আরও পড়ুন: Stephen Fleming: আইপিএলের ইতিহাসে এখন ধোনিদের হেড স্যারই সফলতম কোচ

আরও পড়ুন: MS Dhoni In IPL 2021 Final: যে তিন রেকর্ডে নিজের নাম লেখালেন ধোনি

 

হরিয়ানা ও গুজরাটের হয়েও খেলছেন অভি। অভি ডান হাতি ব্যাটারের পাশাপাশি অফ-ব্রেক বোলার ছিলেন। ৩৮টি প্রথম শ্রেণির, ৩৮টি লিস্ট এ ক্রিকেট ও ২০টি ঘরোয়া টি-২০ ক্রিকেট ম্যাচ ম্যাচ খেলেছেন অভি। উইকেটকিপার-ব্যাটার অভির প্রথম শ্রেণির ম্যাচে ১৪৫৭ রান করেছেন। লিস্ট এ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১০৩০ রান। টি-২০ ক্রিকেটে করেছেন ৭১৭ রান। ২১টি রঞ্জি ট্রফির ম্যাচে খেলা অভি ২০১১-তে ও চলতি বছরের শুরুতে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাপ্টেন ছিলেন। অভির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে। তাঁক অকাল প্রয়াণ কেউই মেনে নিতে পারছেন না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)