MS Dhoni In IPL 2021 Final: যে তিন রেকর্ডে নিজের নাম লেখালেন ধোনি

চতুর্থবার আইপিএল খেতাব জয়ের সঙ্গেই ধোনি বেশ কয়েকটি রেকর্ডে নিজের নাম লেখালেন।

Updated By: Oct 16, 2021, 01:19 PM IST
 MS Dhoni In IPL 2021 Final: যে তিন রেকর্ডে নিজের নাম লেখালেন ধোনি
এমএস ধোনি

নিজস্ব প্রতিবেদন: রেকর্ড আর এমএস ধোনি ( MS Dhoni) সমার্থক। ধোনি মাঠে নামলেই বাইশ গজ নজিরের গন্ধ পায়। শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল ফাইনালে ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও অইন মর্গ্য়ানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুখোমুখি হয়েছিল। ক্যাপ্টেন হিসাবে চতুর্থবার আইপিএল খেতাব জয়ের সঙ্গেই ধোনি বেশ কয়েকটি রেকর্ডে নিজের নাম লেখালেন।

১) টি-২০ ক্রিকেটে ৩০০ ম্যাচে অধিনায়কত্বের বিশ্বরেকর্ড 
৩০০ তম টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন ধোনি। তাঁর পরেই রয়েছেন ড্যারেন স্যামি (২০৮)। ধোনি ও স্যামি ক্রিকেট গ্রহের দুই ক্রিকেটার যাঁরা ২০০টির বেশি টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। টি-২০ ম্যাচে ধোনিই সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়া অধিনায়ক। তারপরেই আছেন ইংল্যান্ড ক্যাপ্টেন মর্গ্যান। ২০১৭ সালে ধোনি ভারতীয় দলের টি-২০ অধিনায়কত্ব থেকে সরে আসেন। ২০০৭ সালে ধোনির ক্যাপ্টেনসিতে ভারত টি-২০ বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকায়। ধোনি দেশের হয়ে ৭২টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ভারত ৪১ বার জিতেছে, ২৮ বার হেরেছে। ১ বার টাই ও ২ বার ফলাফল হয়নি। ধোনি চেন্নাইকে ২১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন (এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ২৩ বার) ধোনি রাইজিং পুনে সুপারজায়েন্টের হয়ে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। দল জিতেছে ৫বার ও হেরেছে ৯বার। 

আরও পড়ুন: IPL 2021 Award Winners: দেখে নিন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা

২) প্রবীণতম ক্যাপ্টেন হিসাবে আইপিএল ট্রফি জয়
চেন্নাই ২৭ রানে কলকাতাকে হারিয়ে চতুর্থ বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ৪০ বছরের ধোনি ক্য়াপ্টেন হিসাবে জিতলেন চতুর্থ আইপিএল খেতাব। রোহিত শর্মার পর দ্বিতীয় ক্যাপ্টেন হিসাবে তিন বা তাঁর বেশি আইপিএল ট্রফি জিতলেন ধোনি। এর আগে এত বয়সে কোনও ক্যাপ্টেন আইপিএল জেতেননি। কিংবদন্তি অজি লেগস্পিনার শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসে অভিষেক আইপিএল জিতিয়ে ছিলেন। তখন তাঁর বয়স ছিল ৩৯। ২০০৯ সালে ডেকার্ন চার্জাসকে আইপিএল জেতান অ্যাডাম গিলক্রিস্ট। তখন তাঁর বয়স ছিল ৩৭। 

৩) রেকর্ড অষ্টম টি-২০ খেতাব
ধোনি কুড়ি ওভারের ফর্ম্যাটে ৮ নম্বর ট্রফি জিতলেন। ধোনি চেন্নাইয়ের হয়ে চারবার ট্রফি জিতেছেন আইপিএলে। হলুদ জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ২ বার। ২০০৭ সালে দেশকে টি-২০ বিশ্বকাপ জেতান মাহি। ২০১৬ সালে ভারতকে এশিয়া কাপ চ্য়াম্পিয়ন করানও তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.