গোলাপি বলের টেস্টের মুকুটে ট্রিপল সেঞ্চুরির পালক আজহারের

এশিয়ার প্রথম গোলাপি বলের ঐতিহাসিক টেস্টকে উজ্জ্বল করলেন আজহার আলি। দুবাইয়ে দিন রাতের টেস্টে ত্রিশতরান করলেন আজহার আলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে আজহার ৩০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। হানিফ মহম্মদ (৩৩৭ রান), ইনজামাম উল হক (৩২৯ রান), ইউনিস খান (৩১৩ রান)-এর পর চতুর্থ পাকিস্তানি হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন আজহার। বিশ্বের ২৫ তম ব্যাটসম্যান হিসেবে ঢুকে পড়লেন ট্রিপল সেঞ্চুরির ক্লাবে।

Updated By: Oct 14, 2016, 11:27 PM IST
গোলাপি বলের টেস্টের মুকুটে ট্রিপল সেঞ্চুরির পালক আজহারের

ওয়েব ডেস্ক: এশিয়ার প্রথম গোলাপি বলের ঐতিহাসিক টেস্টকে উজ্জ্বল করলেন আজহার আলি। দুবাইয়ে দিন রাতের টেস্টে ত্রিশতরান করলেন আজহার আলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে আজহার ৩০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। হানিফ মহম্মদ (৩৩৭ রান), ইনজামাম উল হক (৩২৯ রান), ইউনিস খান (৩১৩ রান)-এর পর চতুর্থ পাকিস্তানি হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন আজহার। বিশ্বের ২৫ তম ব্যাটসম্যান হিসেবে ঢুকে পড়লেন ট্রিপল সেঞ্চুরির ক্লাবে।

আরও পড়ুন- গোলাপি বলের টেস্টের এই রেকর্ডটা জানেন তো!

অস্ট্রেলিয়ায় গোলাপি বলের প্রথম টেস্টে কোনও সেঞ্চুরিই ছিল না। গোলাপি বল নাকি ব্যাটসম্যানদের কাছে অসুবিধার এরকম একটা বদনামও ছিল। কারণ অ্যাডিলেডে গোলাপি বলের অভিষেক টেস্টে সর্বোচ্চ রান ছিল ৬৬। সেই মিথও ভাঙলেন আজহার।  

আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ কবে, কোথায় জানুন

পাকিস্তান প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ৩ উইকেটে ৫৭৯ রানে। ওপেনার হিসেবে নেমে আজহারের ৪৬৯ বলে ৩০২ রানের অপরাজিত ইনিংসটা দিন রাতের টেস্টে যেন আলো ছড়িয়ে দিল। ম্যাচের প্রথম দিনের শেষে আজহার নট আউট ছিলেন ১৪৬ রানে।

.