Babar Azam, ICC T20 World Cup 2022: 'কাপ জিতলেই বাবর ২০৪৮ সালে পাক প্রধানমন্ত্রী হবে', মজার মন্তব্য করলেন সুনীল গাভাসকর
বাবরের নেতৃত্বে ফের অস্ট্রেলিয়াতেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ৩০ বছর পর আবার বিশ্বসেরা হওয়ার স্বপ্নে বিভোর পাকিস্তান। এরই মধ্যে সানি দাবি করলেন, পাকিস্তান চ্যাম্পিয়ন হলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন বাবর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার ইংল্যান্ডকে (England) হারিয়ে পাকিস্তান (Pakistan) টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) চ্যাম্পিয়ন হলেই বাবর আজম (Babar Azam) পাকিস্তানের প্রধানমন্ত্রী (Prime Minister Of Pakistan) হবেন। এমনই মজার মন্তব্য করলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ১৯৯২ সালে বিশ্বকাপ (ICC World Cup 1992) জেতার পর দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান (Imran Khan)।
বাবরের নেতৃত্বে ফের অস্ট্রেলিয়াতেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ৩০ বছর পর আবার বিশ্বসেরা হওয়ার স্বপ্নে বিভোর পাকিস্তান। এরই মধ্যে সানি দাবি করলেন, পাকিস্তান চ্যাম্পিয়ন হলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন বাবর।
গাভাসকর বলেছেন, 'যদি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে যায়, তা হলে ২০৪৮ সালে বাবর পাকিস্তানের প্রধানমন্ত্রী।' ক্রিকেটের ছোট ফরম্যাটে দীর্ঘদিন এক নম্বরে ছিলেন বাবর। তবে চলতি প্রতিযোগিতা বিশ্বকাপে রান পাচ্ছিলেন না। তবে মোক্ষম ম্যাচে সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধ শতরান করেন বাবর। ৫৩ রান করে পাকিস্তানকে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান তিনি। ১৯৯২ বিশ্বকাপে ইমরান খানও প্রথম দিকে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। কিন্তু সেমিফাইনালে ৪৪ ও ফাইনালে ৭২ রানের ইনিংস খেলে দেন তিনি। বল হাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে একটি উইকেটও নেন।
আরও পড়ুন: Sunil Gavaskar: রোহিতের টিম ইন্ডিয়ার উপর রেগে লাল সুনীল গাভাসকর! এবার কী বললেন?
আরও পড়ুন: IND vs PAK: পাক প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন ইরফান পাঠান, কী লিখলেন প্রাক্তন পেসার?
— Guess Karo (@KuchNahiUkhada) November 10, 2022
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে পা রাখেন ইমরান। ১৯৯৬ সালে গঠন করেন 'পাকিস্তান তেহরিক-ই ইনসাফ' বা পিটিআই নামের একটি রাজনৈতিক দল। ২০১৮ সালে সরকার গঠন করে সেই পার্টি। 'কাপ্তান' থেকে দেশের প্রধানমন্ত্রী হন ইমরান । সানি দাবি করেছেন, পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের জনপ্রিয়তাও আকাশচুম্বী। পাকিস্তানের সাধারণ মানুষ বাবরকে ভালবাসে। এবার পাকিস্তানকে তিনি বিশ্বচ্যাম্পিয়ন করলেই দেশের মানুষের কাছে 'হিরো' হয়ে যাবেন।
গত ১৫ অক্টোবর সব অধিনায়কদের নিয়ে একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল আইসিসি। সাংবাদিক সম্মেলনের পর বাবরের জন্মদিন পালনের জন্য বিশেষ একটি কেক-এর ব্যবস্থা করা হয়। অবশ্য সেই অনুষ্ঠানের পর আরও একটি বড় পুরস্কার পেয়ে গিয়েছিলেন তিনি। পাক টিম ম্যানেজমেন্টের তরফ থেকে একটি বিশেষ পার্টির ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বাবরের হাতে একটি ক্যাপ তুলে দেন সানি। সঙ্গে পাক ব্যাটার পেলেন 'লিটল মাস্টার'-এর কাছ থেকে মহামূল্যবান পরামর্শ।
— Pakistan Cricket (@TheRealPCB) October 17, 2022
আলোচনার সময় বাবরের উদ্দেশ্যে সানি বলে ওঠেন, 'শট সিলেকশন ঠিক হলে কোনও সমস্যা নেই। পরস্থিতি অনুসারে শট মারতে হবে। তাহলেই সমস্যা হবে না।' এরপরেই পাক দলের ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফের দিকে তাকিয়ে তাঁর ব্যাটিং কেরিয়ার কথা বলতে শুরু করেন সিনিয়র গাভাসকর।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাইশ গজের যুদ্ধের বাইরে দুই প্রতিবেশী দেশের ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্যের ছবি ধরা পড়ছিল। সেই মুহূর্ত এশিয়া কাপেও দেখা গিয়েছে। এবারও আইসিসি পরিচালিত সাংবাদিক সম্মেলনের পর এক বিশেষ ফটো শ্যুটে বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল রোহিত শর্মা ও বাবরকে। এবার চিরপ্রতিদ্বন্দী দেশের ড্রেসিংরুমে অতিথি হয়ে গেলেন সানি। ২৩ অক্টোবর মেলবোর্নের বাইশ গজে 'মাদার অফ অল ব্যাটেল'-এর ফলাফল কী হবে, সেটা তো আগেভাগে বলে দেওয়া যায় না। তবে মাঠের যুদ্ধর আঁচ কিন্তু বাইরে লাগছে না। সেটা এই মুহূর্তগুলোই বলে দিচ্ছে।