ICC World Cup 2019: সাকিবের অল রাউন্ড পারফরম্যান্সে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করলেন সাকিব আল হাসান।

Updated By: Jun 24, 2019, 11:02 PM IST
ICC World Cup 2019: সাকিবের অল রাউন্ড পারফরম্যান্সে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে হাফ সেঞ্চুরি। বল হাতে ৫ উইকেট। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করলেন সাকিব আল হাসান। মূলত সাকিবের অল রাউন্ড পারফরম্যান্সের জেরে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চারের আশা জিইয়ে রাখল বাংলাদেশ।

সোমবার সাউদাম্পটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব।  শুরুটা ভালোই করেছিলেন দুই বাংলাদেশ ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। তবে ১৬ রানে লিটন ফিরতেই ক্রিজে আসেন সাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটিং দাপট চলছেই। সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ৬৯ বলে ৫১ রান করেন তিনি। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে সাকিবের মোট রান হল ১০১৬। ২০১৯ সালে বিশ্বকাপে এই মুহূর্তে সর্বাধিক রানের মালিক সাকিব আল হাসান। ৬ ম্যাচে তিনি করেছেন ৪৭৬ রান। তামিম ৩৬ রানে ফিরে গেলেও সাকিব-মুশফিকুর রহিম জুটি বাংলাদেশকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। ৮৩ রান করেন মুশফিকুর। মামহদুল্লা ২৭ এবং মোসাদ্দেক হোসেন ৩৫ রান করেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান ৩টি ও গুলবাদিন নইব ২টি উইকেট নেন।

২৬৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই আফগান ওপেনার গুলবাদিন নইব এবং রহমত শাহ। অধিনায়ক নইব ৪৭ এবং রহমত ২৫৪ রান করেন। এরপর সেভাবে আর কেউ দাঁড়াতে পারেননি সাকিবের ভেলকির সামনে। একমাত্র সামিউল্লাহ শিনওয়ারি ৪৯ রানে অপরাজিত থাকেন। ৪৭ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।  বাংলাদেশের হয়ে সাকিব ৫টি এবং মুস্তাফিজুর ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপে সাত ম্যাচের সাতটিতেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় আফগানদের। তবে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল বাংলাদেশ।   

আরও পড়ুন - ICC World Cup 2019: ক্যারিবিয়ান শিবিরে বড় ধাক্কা! চোটের জন্য ছিটকে গেলেন রাসেল

.