T20 Cricket: স্বপ্নের ফর্মে বাংলাদেশ, ২ ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়
প্রথম তিন ম্যাচেই ধরাশায়ী অজিরা।
নিজস্ব প্রতিবেদন: পরপর তিনটি ম্যাচে জয়। ২ ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ১০ রানে হারল অজিরা। এই জয়ের নায়ক মুদুল্লাহ, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
স্বপ্নের ফর্মে বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। কিন্তু ইনিংসের শুরুটা ভালো হয়নি একেবারেই। মাত্র তিন রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান হম্মদ নঈম ও সৌম্য সরকার। এরপর শাকিব আল হাসানের জুটি বেঁধে দলের হার ধরেন মাহমুদুল্লাহ। শাকিব আউট হওয়ার পর আফিফ হোসেনের সঙ্গ জুটিতে ২৯ রান সঙ্গে যোগ করেন বাংলাদেশের অধিনায়ক। সপ্তম উইকেটে যখন নামেন মেহেদি হাসান, তখনও উল্টোদিকে ছিলেন তিনিই। এবার ওঠে আরও ৩০ রান। ২০ ওভারে ১২৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
BANGLADESH WIN THEIR FIRST SERIES AGAINST AUSTRALIA IN ANY FORMAT
They defeat the visitors by 10 runs and go 3-0 up in the T20I series.#BANvAUS | https://t.co/NY05pmIXxr pic.twitter.com/D9OeQrHhST
— ICC (@ICC) August 6, 2021
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১১৭ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। মিচেল মার্শ, বেন ম্যাকডারমট ছাড়া কেউ রান করতে পারলেন না। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে জিতেছিল ২৩ রানে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)