বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ ১-১ গোলে ড্র

প্রথম থেকেই চলছিল হাড্ডাহাড্ডি লড়়াই। শেষ পর্যন্ত কোন দল চওড়া হাসি হাসবে তা বোঝার উপায় ছিল না কোনও ভাবেই। এই পরিস্থিতিতে জল ঢেলে অবশেষে ম্যাচ ড্র। তবে, এই ড্রয়ের পরও এবারের মরসুমের প্রথম এল ক্লাসিকো।

Updated By: Dec 4, 2016, 10:42 AM IST
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ ১-১ গোলে ড্র

ওয়েব ডেস্ক : প্রথম থেকেই চলছিল হাড্ডাহাড্ডি লড়়াই। শেষ পর্যন্ত কোন দল চওড়া হাসি হাসবে তা বোঝার উপায় ছিল না কোনও ভাবেই। এই পরিস্থিতিতে জল ঢেলে অবশেষে ম্যাচ ড্র। তবে, এই ড্রয়ের পরও এবারের মরসুমের প্রথম এল ক্লাসিকো।

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ এক-এক গোলে ড্র। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমে গোল করে বার্সাকে এগিয়ে দেন লুই সুয়ারেজ। কিন্তু শেষ লগ্নে গোল করে রিয়ালকে সমতায় ফেরান সার্জিও রামোস। অনেকেই আশা করেছিলেন দুর্দান্ত রোমাঞ্চকর  একটা ম্যাচ দেখবেন। কিন্তু হতাশ হয়েছেন সবাই। দুদলই আল্ট্রা ডিভেন্সিভ ছকে খেলায়, ম্যাচ কোনও সময়ই দৃষ্টিনন্দন হয়ে ওঠেনি।

.