বার্সাতে জাভির বদলি ৪১ মিলিয়ান ইউরোর আর্দা তুরান

অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে স্পেনের চ্যাম্পিয়ন ক্লাব বার্সেলোনায় যোগ দিলেন তুরস্কের তারকা মিডফিল্ডার আর্দা তুরান। তুরানকে ৫ বছরের জন্য প্রায় ৪১ মিলিয়ান ইউরো দিচ্ছে মেসিদের ক্লাব। গত মরসুমের শেষে বার্সা ছেড়েছেন তারকা মিডফিল্ডার জাভি। সেই জায়গাতেই তুরানকে নিতে ক্লাবকে অনুরোধ করেছিলেন বার্সা কোচ লুই এনরিকে। তুরান আসায় মেসিদের মাঝমাঠ আরও শক্তিশালী হল বলে মনে করা হচ্ছে। তবে সই করলেও চরম অনিশ্চয়তার মধ্যে বার্সায় এলেন তুরান। আঠেরোই জুলাই ক্লাবের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তাঁর  পছন্দ না হলে তুরানকে ফের অ্যাটলেটিকোয় ফেরত পাঠিয়ে দেওয়া হবে। দুহাজার ষোলোর আগে অবশ্য কোনওভাবেই বার্সেলোনার হয়ে অভিষেক হচ্ছে না তুরানের। কেননা ফিফার ট্রান্সফার ব্যান রয়েছে এই ক্লাবের ওপর।

Updated By: Jul 7, 2015, 05:55 PM IST
বার্সাতে জাভির বদলি ৪১ মিলিয়ান ইউরোর আর্দা তুরান

ব্যুরো: অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে স্পেনের চ্যাম্পিয়ন ক্লাব বার্সেলোনায় যোগ দিলেন তুরস্কের তারকা মিডফিল্ডার আর্দা তুরান। তুরানকে ৫ বছরের জন্য প্রায় ৪১ মিলিয়ান ইউরো দিচ্ছে মেসিদের ক্লাব। গত মরসুমের শেষে বার্সা ছেড়েছেন তারকা মিডফিল্ডার জাভি। সেই জায়গাতেই তুরানকে নিতে ক্লাবকে অনুরোধ করেছিলেন বার্সা কোচ লুই এনরিকে। তুরান আসায় মেসিদের মাঝমাঠ আরও শক্তিশালী হল বলে মনে করা হচ্ছে। তবে সই করলেও চরম অনিশ্চয়তার মধ্যে বার্সায় এলেন তুরান। আঠেরোই জুলাই ক্লাবের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তাঁর  পছন্দ না হলে তুরানকে ফের অ্যাটলেটিকোয় ফেরত পাঠিয়ে দেওয়া হবে। দুহাজার ষোলোর আগে অবশ্য কোনওভাবেই বার্সেলোনার হয়ে অভিষেক হচ্ছে না তুরানের। কেননা ফিফার ট্রান্সফার ব্যান রয়েছে এই ক্লাবের ওপর।

 

.