এভাবেও কেউ আউট হয়!!!

ক্রিকেট মাঠে আউট হওয়ার কত রকম ফাঁদ থাকে। ক্যাচ আউট, রান আউট, বোল্ড আউট। এগুলো তো রোজ রোজ দেখছেন। কিন্তু 'হ্যান্ডলিং দ্য বল'! হ্যাঁ, জানি বলবেন ২০০১ সালে চেন্নাই টেস্টে ভাজ্জির বলে স্টিভ ওয়ার আউটটার কথা। 'হ্যান্ডলিং দ্য বল'আউটগুলো দেখলেই হাসি পায়। কিন্তু কাউন্টি ক্রিকেটে কেন্টের ব্যাটসম্যান সিন ডিকসন যেভাবে 'হ্যান্ডলিং দ্য বল'আউট হলেন তা দেখলে সত্যিই তাজ্জব বনে যেতে হয়। ঘরোয়া ক্রিকেটে ডিকসন হলেন  'হ্যান্ডলিং দ্য বল'-এর ৬০ তম শিকার। আট বল খেলে শূন্য রানে আউট হন সিন।

Updated By: Apr 26, 2016, 02:02 PM IST
এভাবেও কেউ আউট হয়!!!

ওয়েব ডেস্ক: ক্রিকেট মাঠে আউট হওয়ার কত রকম ফাঁদ থাকে। ক্যাচ আউট, রান আউট, বোল্ড আউট। এগুলো তো রোজ রোজ দেখছেন। কিন্তু 'হ্যান্ডলিং দ্য বল'! হ্যাঁ, জানি বলবেন ২০০১ সালে চেন্নাই টেস্টে ভাজ্জির বলে স্টিভ ওয়ার আউটটার কথা। 'হ্যান্ডলিং দ্য বল'আউটগুলো দেখলেই হাসি পায়। কিন্তু কাউন্টি ক্রিকেটে কেন্টের ব্যাটসম্যান সিন ডিকসন যেভাবে 'হ্যান্ডলিং দ্য বল'আউট হলেন তা দেখলে সত্যিই তাজ্জব বনে যেতে হয়। ঘরোয়া ক্রিকেটে ডিকসন হলেন  'হ্যান্ডলিং দ্য বল'-এর ৬০ তম শিকার। আট বল খেলে শূন্য রানে আউট হন সিন।

দেখুন সেই আউটটা

 

Tags:
.