BCCI : ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে বিজয় হাজারে, সৈয়দ মুস্তাক আলি ট্রফি
BCCI : ১-৫ অক্টোবর প্রথম ম্যাচে ২০২০-র রঞ্জি বিজয়ী সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত একাদশ। ১-৫ মার্চ পর্যন্ত গত বারের রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত একাদশের বিরুদ্ধে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে করোনার (Covid 19) ধাক্কা কাটিয়ে চলতি মরসুমে পুরোদমে আয়োজিত হবে ঘরোয়া প্রতিযোগিতা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) নকআউট পর্বের খেলা। শুধু তাই নয়, বিজয় হজারে ট্রফির (Vijay Hazare Trophy) লিগ পর্বের ম্যাচও হবে ইডেনে। করোনা অতিমারির পর এই প্রথম পুরোদস্তুর ঘরোয়া ক্রিকেটের আয়োজন করতে চলেছে বিসিসিআই (BCCI)।
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। বিজয় হজারে ট্রফি ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। সৈয়দ মুস্তাকের লিগ পর্বের ম্যাচগুলি হবে লখনউ, ইনদওর, রাজকোট, পঞ্জাব এবং জয়পুরে। অন্য দিকে, বিজয় হজারের লিগ পর্বের ম্যাচ কলকাতা ছাড়াও মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং রাঁচিতে খেলা হবে।
আরও পড়ুন: Virat Kohli, IND vs SL : অহেতুক বিতর্কে জড়িয়েই কি আবার খেই হারালেন কোহলি? উঠছে প্রশ্ন
আরও পড়ুন: Ravindra Jadeja : অপারেশন সাকসেসফুল, কবে মাঠে ফিরছেন 'স্যর জাদেজা'? জেনে নিন
এ বার দু’টি ইরানি কাপের ম্যাচ হবে। ১-৫ অক্টোবর প্রথম ম্যাচে ২০২০-র রঞ্জি বিজয়ী সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত একাদশ। ১-৫ মার্চ পর্যন্ত গত বারের রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত একাদশের বিরুদ্ধে।