জয় বাংলা! রনজি ট্রফির হাড্ডাহাড্ডি ম্যাচে রাজস্থানকে হারালেন অভিমন্যুরা
শেষ দিনে নামার আগে বাংলার স্কোরবোর্ডে ছিল চার উইকেটে ১৮৫ রান।
নিজস্ব প্রতিবেদন : এভাবেও ফিরে আসা যায়। প্রথম ইনিংসে ১১৮ রানে পিছিয়ে থেকেও রাজস্থানের ডেরা থেকে মূল্যবান ছয় পয়েন্ট ঘরে তুলল বাংলা। সেই সঙ্গে রঞ্জি ট্রফির নক-আউটে যাওয়ার আশাও জোরালো করলেন অভিমন্যু ঈশ্বরণরা। জয়ের জন্য বাংলার প্রয়োজন ছিল ৩২০ রান। শেষ দিনে নামার আগে বাংলার স্কোরবোর্ডে ছিল চার উইকেটে ১৮৫ রান। জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে দাঁতে দাঁত চেপে লড়াইয়ের নতুন উদাহরণ দাঁড় করালেন বাংলার ক্রিকেটাররা।
আরও পড়ুন- ৩৬৫...৪৫৬...এবার লক্ষ্য ৭৮৬! একদিনও ছুটি নেই, নিজের কঠিন পরীক্ষা নিচ্ছেন মহম্মদ শামি
অনুষ্টুপ-শ্রীবত্স তাড়াতাড়ি সাজঘরে ফিরে যান। বাংলার হাল ধরেন শাহবাজ আহমেজ-অর্ণব নন্দী জুটি। অর্ণব যখন প্যাভিলিয়নে ফেরেন বাংলার স্কোর তখন ২৩৭। টেল এন্ডারদের নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন শাহবাজ আহমেদ। আকাশদীপ করেন ২২ রান। ছয় মেরে বাংলাকে মূল্যবান ছয় পয়েন্ট এনে দেন শাহবাজ। ৬১ রানে অপরাজিত থাকেন শাহবাজ। সাত ম্যাচে বাংলার ঝুলিতে ২৬ পয়েন্ট। পঞ্জাবের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবেন অভিমন্যু-মনোজরা।