সোমবার বিজয় হাজারের ফাইনালে নামবে বাংলা
সোমবার বিজয় হাজারে ট্রফির ফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হচ্ছে বাংলা। মুম্বইয়ের ব্যাটিং শক্তিকে সমীহ করলেও প্রথমবারের জন্য খেতাব জিততে মরিয়া সৌরভ গাঙ্গুলি।
সোমবার দিল্লির ফিরোজ শা কোটলায় বিজয় হাজারে ট্রফির ফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হচ্ছে বাংলা। এর আগে ৩ বার ফাইনালে উঠেও খেতাব জিততে পারেনি বাংলা দল। ঋদ্ধিমানদের আশা এবার তাঁরা সফল হবেন। যদিও মুম্বইকে বেশ সমীহ করছেন বাংলার অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বিশেষ করে ওয়াসিম জাফর, অজিঙ্কা রাহানে, অভিষেক নায়ারদের ফর্ম বেশ ভাবাচ্ছে তাঁকে। রবিবার দুপুরে নেটে কড়া অনুশীলন সারেন বাংলার ক্রিকেটাররা। অনুশীলনের আগে দলের ক্রিকেটারদের নিয়ে আধ ঘন্টা বৈঠক সারেন সৌরভ ও কোচ রমন। মুম্বই দলও খেতাব জয়ের ব্যাপারে আশাবাদী। মুম্বইয়ের মিডিয়াম পেসার অজিত আগরকর জানান আগের ম্যাচগুলির মতো পারফর্ম করতে পারলে বাংলাকে হারানো অসম্ভব নয়। ফিরোজ শা কোটলার পিচ অবশ্য ভাবাচ্ছে দুদলকে। ফাইনালে বাংলা দলে একটি পরিবর্তন হতে পারে। জয়জিত্ বসুর পরিবর্তে দলে আসতে পারেন শুভময় দাস।