Virat Kohli and Rohit Sharma, BGT 2023: কোন জোড়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন 'কিং কোহলি', 'হিটম্যান'? জানতে পড়ুন
দরকার আর মাত্র ৫২ রান। ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে এই রানটা করতে পারলেই, 'কিং কোহলি' হবেন আন্তর্জাতিক ক্রিকেটের ষষ্ঠ ব্যাটার যিনি সব ফরম্যাট মিলিয়ে ২৫ হাজার রান পূর্ণ করবেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার থেকে শুরু হয়েছে চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে নজির গড়তে পারেন টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকা। কী সেই নজির? সেই দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
দরকার আর মাত্র ৫২ রান। ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে এই রানটা করতে পারলেই, 'কিং কোহলি' হবেন আন্তর্জাতিক ক্রিকেটের ষষ্ঠ ব্যাটার যিনি সব ফরম্যাট মিলিয়ে ২৫ হাজার রান পূর্ণ করবেন। বিরাটের আগে এই রেকর্ডে সচিন তেন্ডুলকর, কুমার সঙ্গাকারা, রিকি পন্টিং, মাহেল জয়বর্ধনে, জ্যাক ক্যালিসের নাম রয়েছে। এই মুহূর্তে বিরাটের মোট রান ২৪৯৪৮।
সব ফরম্যাটে মিলিয়ে শীর্ষে থাকা সচিন করেছেন ৩৪৩৫৭ রান। সঙ্গাকারার ব্যাট থেকে এসেছে ২৮০১৬ রান। অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিংয়ের ঝুলিতে রয়েছে ২৭৪৮৩ রান। ২৫৯৫৭ রান করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক জয়বর্ধনে, দক্ষিণ আফ্রিকার দাপুটে অলরাউন্ডার ক্যালিস করেছিলেন ২৫৫৩৪ রান। বিরাটের কাছে এদের সবাইকে ছাপিয়ে অনেক দূরে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আছে। কারণ বাকি পাঁচজন ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন।
আরও পড়ুন: Chetan Sharma Resigns: স্টিং অপারেশনের জের! ইস্তফা দিলেন মুখ্য জাতীয় নির্বাচক চেতন শর্মা
অন্যদিকে ঘরের মাঠে ৪০০০ রান করার থেকে দূরে আছেন বিরাট। তাঁর দরকার আর ১৪১ রান। দেশের মাটিতে এখনও পর্যন্ত ৪৮টি টেস্ট খেলেছেন বিরাট। তাঁর রান ৩৮৫৯। গড় ৬০.২৯। স্ট্রাইক রেট ৫৯.৬৮। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪ রান রয়েছে।
অন্যদিকে ঘরের মাঠে নজির গড়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন রোহিত। দেশে ২০০০ রান করতে টিম ইন্ডিয়ার অধিনায়কের প্রয়োজন আর মাত্র ১২০ রান। অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে ২১২ রানে ১২০ রান করেছিলেন রোহিত। ঘরের মাঠে ২২টি টেস্টে এখনও পর্যন্ত ১৮৮০ রান করেছিলেন রোহিত। গড় ৭৫.২০। স্ট্রাইক রেট ৬২.৮৩। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১২ রান।
ভারতীয় দলের দুই মহাতারকা দিল্লিতেই এই নজির গড়ে ফেলেন কিনা সেটাই দেখার।