শাস্ত্রীর সাপোর্ট স্টাফ কারা হবেন? বৃহস্পতিবার ঘোষণা করবে বিসিসিআই

২০১৭ সালে প্রথমবার হেড কোচের দায়িত্ব নেওয়ার পর নিজের পছন্দের সহকারী কোচ বেছে নিয়েছিলেন রবি শাস্ত্রী৷ যা নিয়ে কিন্তু কম বিতর্ক হয়নি৷

Updated By: Aug 19, 2019, 05:38 PM IST
শাস্ত্রীর সাপোর্ট স্টাফ কারা হবেন? বৃহস্পতিবার ঘোষণা করবে বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় দফায় ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব পেয়েছেন রবি শাস্ত্রী। কিন্তু শাস্ত্রীর সাপোর্ট স্টাফ কারা হবেন? কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি নয়, জাতীয় নির্বাচক কমিটি বেছে নেবে শাস্ত্রীর সহকারীদের৷ বৃহস্পতিবার জানা যাবে টিম ইন্ডিয়ার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের নাম৷

মাইক হেসেন, রবিন সিং, লালচাঁদ রাজপুতের মতো একের পর এক দাবিদারকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। কপিল দেব, অংশুমান গায়কোয়াড়, শান্তা রঙ্গস্বামীর ক্রিকেট উপদেষ্টা কমিটি আরও দুই বছরের জন্য তাঁর উপরই আস্থা রেখেছেন। ২০২১ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসাবে বহাল থাকছেন রবি শাস্ত্রী। ২০১৭ সালে প্রথমবার হেড কোচের দায়িত্ব নেওয়ার পর নিজের পছন্দের সহকারী কোচ বেছে নিয়েছিলেন রবি শাস্ত্রী৷ যা নিয়ে কিন্তু কম বিতর্ক হয়নি৷

এবার অবশ্য শাস্ত্রী নিজের পছন্দের সহকারী বেছে নিতে পারবেন না। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে৷ বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই৷ বোর্ডের এক আধিকারিক জানান, টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের বেছে নেওয়ার কাজ সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে।

তবে বোলিং কোচ হিসেবে ভরত অরুণের চাকরি প্রায় পাকা। কারণ ভারতীয় বোলিং এই দুই বছরে দারুণ উন্নতি করেছে। শুধু তাই নয় বিদেশের মাটিতেও ভারতীয় বোলাররা ছাপ ফেলেছেন। তবে ফিল্ডিং কোচ আর শ্রীধরের প্রশংসা করেছেন কোচ রবি শাস্ত্রী। ইতিমধ্যেই ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে আবেদন জানিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা জন্টি রোডস। তবে বর্তমান ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের পারফরম্যান্স স্ক্যানারের নিচে। গত দু বছরে চার নম্বর জায়গার জন্য সঠিক ব্যাটসম্যান নির্বাচন করতে পারেননি তিনি। তাই ভারতীয় দলের ব্যাটিং কোচের জন্য জোর লড়াই বিক্রম রাঠোর ও প্রবীন আমরের মধ্যে।

আরও পড়ুন - বিরাটের বড় দিন! আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্তিতে আবেগঘন বার্তা কোহলির

.