বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুয়েকে হারিয়ে লাতিন আমেরিকায় শীর্ষে ব্রাজিল
কাতার বিশ্বকাপের বাছাইপর্বে লাতিন আমেরিকা গ্রুপে শীর্ষস্থান ধরে রাখল তিতের ব্রাজিল।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের বাছাইপর্বে এখন পর্যন্ত ব্রাজিলের ১০০ % সাফল্য। মন্টেভিডিওতে বুধবার উরুগুয়েকে ২-০ গোলে হারাল সেলেকাওরা। পরপর চার ম্যাচ জিতে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে লাতিন আমেরিকা গ্রুপে শীর্ষস্থান ধরে রাখল তিতের ব্রাজিল।
#SeleçãoBrasileira encerrou o ano de 2020 com mais uma vitória. Agora são quatro triunfos em quatro partidas disputadas nas Eliminatórias!
| #BRAxURU
Fotos: @lucasfigfoto / CBF pic.twitter.com/BlTDXYBOqc
— CBF Futebol (@CBF_Futebol) November 18, 2020
চোটের কারণে ব্রাজিল দলে ছিলেন না নেইমার, কুটিনহো, ফাবিয়ানো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ক্যাসেমিরো। অন্যদিকে কোভিড পজিটিভ হওয়ায় উরুগুয়ে দলে ছিলেন না লুই সুয়ারেজ। মন্টেভিডিওতে লাতিন আমেরিকা গ্রুপের বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল উরুগুয়ে।
খেলার ৩৪ মিনিটে আর্থারের দূরপাল্লার শটে এগিয়ে যায় ব্রাজিল। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিশন। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা করে উরুগুয়ে। কিন্তু গোলের দেখা মেলেনি। উল্টে ৭৩ মিনিটে বড় ধাক্কা খায় তারা। VAR-র সাহায্য নিয়ে ফাউল করায় কাভানিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। দ্বিতীয়ার্ধে স্কোরলাইনে আর কোনও বদল হয়নি। ২-০ গোলে ম্যাচ জিতে নেয় সেলেকাওরা।
চার ম্যাচের চারটিতে জিতে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে লাতিন আমেরিকা গ্রুপে ব্রাজিলের পয়েন্ট এখন ১২ । তালিকায় সবার ওপরে রয়েছে তারা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।
আরও পড়ুন - ISL 2020-21: এটিকে মোহনবাগান, মুম্বই সিটির জার্সিতে অনলাইন বেটিং সংস্থার নাম!