Eden Gardens Fire: ইডেনের ড্রেসিংরুমে আগুন; 'অন্তর্ঘাতের কোনও ব্যাপার নয়', বললেন সিএবি সভাপতি...

ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের পর এদিন সিএবি-র পরিবেশ ছিল থমথমে। সন্ধ্যায় নাগাদ আসেন সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। ড্রেসিংরুমে ঘুরে দেখেন তিনি।  

Updated By: Aug 10, 2023, 10:52 PM IST
Eden Gardens Fire: ইডেনের ড্রেসিংরুমে আগুন; 'অন্তর্ঘাতের কোনও ব্যাপার নয়', বললেন সিএবি সভাপতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর মাস দেড়েক বাকি। বিশ্বকাপের আগে আগুন লেগে গেল ইডেনের ড্রেসিংরুমে! কীভাবে? অন্তর্ঘাতের সম্ভাবনা খারিজ করে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। জানালেন, 'সবকিছুই এখন নিয়ন্ত্রণে। বিশ্বকাপের প্রস্তুতি কোনও প্রভাব পড়বে না'।

আরও পড়ুন: Virender Sehwag | ICC ODI World Cup 2023: এই চার দেশই যাবে শেষ চারে, বিরাট ভবিষ্যদ্বাণী বীরুর, কারণ দিয়েই বোঝালেন

ঘড়িতে তখন পৌনে ১২টা। গতকাল, বুধবার মধ্যরাতে আচমকাই আগুন লেগে যায়  ইডেনের বাঁদিকের ড্রেসিংরুমে। ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে দেখেন কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। 

এদিকে চলতি বছরের ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এবার আয়োজক ভারত। শুধু তাই নয়, ১৯৯৬-র পর ফের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ হবে ইডেনে। সঙ্গে আরও ৩ গুরুত্ব ম্যাচ।

সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বলেন, 'রাত ১১.৫০ নাগাদ আগুন লাগে। যাঁরা কাজ করছিল, তাঁরা ধোঁয়া ও আগুন দেখতে পান। অল্প সময়েই আগুন নিভিয়ে ফেলে দমকল। ড্রেসিংরুমে তেমন কোনও ক্ষতি হয়নি, কয়েকটা তার পুড়ে গিয়েছে। হিটার থেকে আগুনে ফুলকি দিয়ে পড়েছিল তোয়ালের স্তুপে। অন্তর্ঘাতের কোনও ব্যাপার নয়'।

এদিকে ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের পর এদিন সিএবি-র পরিবেশ ছিল থমথমে। সন্ধ্যায় নাগাদ আসেন সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। ড্রেসিংরুমে ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুন: Shikhar Dhawan | Asian Games 2023: 'রুতু ক্যাপ্টেন হল!' এশিয়াডে সুযোগ পাননি ধাওয়ান, আর চুপ করে থাকলেন না

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.