East Bengal | Carles Cuadrat: পিকে 'স্পর্শে' আবেগি কুয়াদ্রাত, কিংবদন্তিকে কুর্নিশ লাল-হলুদ কোচের, শামিল সমর্থকরাও

Carles Cuadrat On East Bengal's Award: ইস্টবেঙ্গলকে জিতিয়েছেন ১২ বছর পর জাতীয় পর্যায়ে কোনও ট্রফি। সেই পুরস্কার যাঁর নামে, সেই কিংবদন্তি পিকে ব্য়ার্নাজিকে কুর্নিশ করছেন লাল-হলুদ কোচ।

Updated By: Aug 5, 2024, 04:19 PM IST
East Bengal | Carles Cuadrat: পিকে 'স্পর্শে' আবেগি কুয়াদ্রাত, কিংবদন্তিকে কুর্নিশ লাল-হলুদ কোচের, শামিল সমর্থকরাও
পিকে স্পর্শে আবেগি কার্লেস কুয়াদ্রাত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর জানুয়ারিতেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। ২০১২ সালে ফেডারেশন কাপ জেতার ১২ বছর পর ইস্টবেঙ্গল (East Bengal) জিতেছিল জাতীয় পর্যায়ে কোনও ট্রফি। আর তা করে দেখিয়ে ছিলেন লাল-হলুদের স্প্য়ানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত ( Carles Cuadrat)। ভক্তদের 'প্রফেসর' কুয়াদ্রাত যেন ইস্টবেঙ্গল দলটাকেই বদলে দিয়েছেন। গত ১ অগাস্ট ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবসে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুয়াদ্রাতের হাতে তুলে দেওয়া হয়েছে 'প্রদীপ কুমার ব্য়ানার্জি মেমোরিয়াল'পুরস্কার। তাঁর হাতে সম্মাননা তুলে দিয়েছিলেন ইমামির কর্তা আদিত্য আগরওয়াল, মনীশ গোয়েঙ্কা, বিভাস আগরওয়াল, পিকে ব্যানার্জির কন্যা পূর্ণা , ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা ও দেবব্রত সরকার।

আরও পড়ুন: যুবভারতীতে মশাল জ্বালিয়েই শুরু লাল-হলুদের, বায়ু সেনার বিমান মাটিতে মুখ থুবড়ে পড়ল

কুয়াদ্রাত সেই ট্রফি পাওয়ার পর সমাজমাধ্য়মের পাতায় তাঁর কৃতজ্ঞতা ব্য়ক্ত করেছেন। ১০৫ তম প্রতিষ্ঠা দিবসে বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মানে পেয়েছিলেন গোলরক্ষক প্রভসুখন সিং গিল। তাঁর হাতে সম্মান তুলে দেন মন্ত্রী বিপ্লব মিত্র, প্রাক্তন খেলোয়াড় শ্রী অলোক মুখোপাধ্য়ায় ও অতনু ভট্টাচার্য। প্রভসুখনের পাশাপাশি বছরের সেরা ফুটবলারের সম্মানে সম্মানিত হন নন্দকুমার সেকরও। ইস্টবেঙ্গল ক্লাবে কুয়াদ্রাত-প্রভসুখন-নন্দার ফটোসেশনও হয়েছে। ক্লাবের তরফে সেই ছবি ফেসবুকে শেয়ারও করা হয়েছে। সেখানে কুয়াদ্রাতের ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশটও দেওয়া হয়েছে। কুয়াদ্রাত লিখেছেন, 'ইস্টবেঙ্গল ক্লাব ও ম্য়ানেজমেন্টকে ধন্য়বাদ। সমর্থকদের ভালোবাসায় আমি প্রদীপ কুমার ব্যানার্জি মেমোরিয়াল সম্মানে ভূষিত হয়েছি। জাতীয় দলকে এশিয়াডে স্বর্ণপদক এনে দেওয়া নায়ক তিনি। দেশকে আরও অনেক খেতাব দিয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাবকেও বিভিন্ন পর্যায়ে ট্রফি দিয়েছেন।'

আরও পড়ুন: ঘুষি দেখিয়ে ধাওয়া রোহিতের, পারলে মাঠেই ধরে দিতেন দু'ঘা! ভিডিয়ো তুলল ঝড়

কার্লসের নেতৃত্বে ইস্টবেঙ্গল সিনিয়র টিম নেমে পড়েছে ডুরান্ড কাপে। গতবারের রানার্স দুরন্ত মেজাজে শুরু করেছে ডুরান্ড। প্রথম ম্য়াচেই কার্লেসবাহিনী ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বায়ুসেনাকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে গত ২৯ জুলাই স্কোরশিটে নাম লিখিয়ে ছিলেন ডেভিড লালানসাঙ্গা, দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও সাউল ক্রেসপো। পিছিয়ে থেকেও দুরন্ত জয় তুলে নেয় মশালবাহিনী। গোটা ম্য়াচ জুড়েই ইস্টবেঙ্গল আধিপত্য় নিয়ে মাঠে রাজ করেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.