ধোনির ভবিষ্যত্ নিয়ে এটাই বললেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি!
বিশ্বকাপের পর আর মাঠে নামেননি তিনি। খেলেননি কোনও প্রতিযোগিতামূলক ম্যাচও।
নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর জল্পনা ক্রমেই বাড়ছে। বিশ্বকাপের পর আর মাঠে নামেননি তিনি। খেলেননি কোনও প্রতিযোগিতামূলক ম্যাচও। তবে ধোনির অবসর নিয়ে এখনই ভাবতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। শহরে এক জুতো প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে গিয়ে সাফ জানান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
আরও পড়ুন - মেসির গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ওই অনুষ্ঠানে গিয়ে সৌরভ জানান, "ধোনিকে নিয়ে ভাবার জন্য আমাদের হাতে অনেক সময় রয়েছে। ধোনির সাথে বোর্ড আর নির্বাচকেরা নিয়মিত যোগাযোগ রাখছেন। তার ভবিষ্যত্ নিয়ে আমরা ওয়াকিবহাল। তবে তা জনসমক্ষে বলে যাবে না।"
আরও পড়ুন- চা-কাণ্ডে এবার ফারুক ইঞ্জিনিয়ারকে একহাত নিলেন বিরাট কোহলি!
সামনের বছর অস্ট্রেলিয়ায় অক্টোবর মাসে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলে ধোনির পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করছে ফের জাতীয় দলে ফেরা। তবে তার আগে প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে কত দ্রুত সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড নিতে পারে সেটা সময়ই বলবে।