Champions League Round of 16 Draw: মহাসংগ্রামের ড্র ঘোষিত, রিয়াল-বার্সার প্রতিদ্বন্দ্বী কারা?

Champions League Round of 16 Draw Anouncement: চ্য়াম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র ঘোষিত হয়ে গেল। রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

শুভপম সাহা | Updated By: Dec 18, 2023, 06:50 PM IST
Champions League Round of 16 Draw: মহাসংগ্রামের ড্র ঘোষিত, রিয়াল-বার্সার প্রতিদ্বন্দ্বী কারা?
শেষ ষোলোর লড়াইয়ে কে কার মুখোমুখি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাসংগ্রামের মেগাআপডেট চলে এল। চ্য়াম্পিয়ন্স লিগের শেষ ১৬ দলের ড্র (Champions League Round of 16 Draw) ঘোষণা হয়ে গেল সোমবার। এই প্রতিবেদনে রইল কোন দল কার বিরুদ্ধে খেলবে। এখান থেকেই শুরু নকআউট। চ্য়াম্পিয়ন্স লিগ পেয়ে যাবে অন্তিম পর্বের আট দলকে। গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছিল গত সপ্তাহে।

Add Zee News as a Preferred Source

সুইজারল্যান্ডের নিয়নে লটারির পর দেখা যাচ্ছে যে, দুই মরসুম পর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠা বার্সেলোনাকে, শেষ ষোলোয় বেশ বেগ পেতে হবে। কঠিন প্রতিপক্ষ তাদের অপেক্ষা। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সা সেরি আ চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে। ইউরোপ সেরার এই ঐতিহ্য়বাহী প্রতিযোগিতায় পাঁচবারের চ্য়াম্পিয়ন বার্সা। অন্য়দিকে নাপোলি গতবারই প্রথমবারের মতো শেষ আটে উঠেছিল। তবে লড়াই যে জমজমাট হবে, তা এখনই বলা যায়।

আরও পড়ুন: IPL Auction 2024: জুহির মেয়ে থেকে নীতা-প্রীতি, মরুদেশে নিলাম টেবল মাতাবেন যাঁরা

টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের লড়াই আরবি লেপজিগের বিরুদ্ধে। সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল ১০০ শতাংশ সাফল্য় পেয়েই নকআউট পর্বে উঠেছে। চার ম্যাচ জিতে  আরবি লেপজিগের 'জি' গ্রুপের রানার্স হয়ে খেলতে নামছে। গ্রুপ পর্বে রিয়াল-লেপজিগ খেলেছিল। রিয়াল প্রথম লেগে ২-০ গোলে জেতে ঠিকই, কিন্তু অ্যাওয়ে ম্য়াচে পর লেপজিগের ঘরের মাঠে গিয়ে ৩-২ ব্যবধানে হারতে হয় তাদের। শ্রেষ্টত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ে ম্য়ান সিটি। পেপ গুয়ার্দিওয়ালার শিষ্যরা শেষ ষোলোয় খেলবে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনের বিরুদ্ধে। ফলে তাদের কার্যত শেষ আটে যাওয়ার জন্য় লড়াই হবে না। রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্য়াচগুলি হবে ১৩, ১৪, ২০ ও ২১ ফেব্রুয়ারি। ফিরতি লেগে দ্বিতীয় পর্বের খেলা ৫,৬, ১০ এবং ১২ মার্চ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল লন্ডনের ওয়েম্বলিতে হবে। খেলা হবে ১ জুন।

আরও পড়ুন: IPL Auction 2024: কখন কোথায় আগুনে নিলামযুদ্ধ? রইল টিভি-অনলাইনে দেখার সব রাস্তা

মহাসংগ্রামের ড্রয়ের পর যা দাঁড়াল:

এফসি পোর্তো বনাম আর্সেনাল
পিএসজি বনাম রিয়াল সোসিদাদ
পিএসভি এইনধোভেন বনাম বরুসিয়া ডর্টমুন্ড
এফসি কোপেনহেগেন বনাম ম্য়াঞ্চেস্টার সিটি
নাপোলি বনাম এফসি বার্সেলোনা 
ইন্টার মিলান বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ 
লাজিয়ো বনাম বায়ার্ন মিউনিখ
আরবি লেপজিগ বনাম রিয়াল মাদ্রিদ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.