BOA Election: বেঙ্গল অলিম্পিক সংস্থার সভাপতি নির্বাচন; বিরাট ব্যবধানে হারলেন কালীঘাটের বাবুন
BOA Election: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে বিরাট ব্যবধানে পরাজিত মুখ্যমন্ত্রীর ভাই!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক শীতের কলকাতা ময়দান বেশ কিছুদিন ধরেই রীতিমতো গরম ছিল! শুক্রবার বেঙ্গল অলিম্পিক সংস্থার হাইভোল্টেজ নির্বাচন (BOA Election) ঘিরেই পারদ চড়েছিল। অবশেষে ভোটের ফলাফল চলে এল সামনে। সভাপতির লড়াইয়ে বিরাট ব্যবধানে পরাজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুন নামেই যিনি পরিচিত)। ভারোত্তোলন সংস্থার কর্তা চন্দন রায়চৌধুরী ৪৫-২০ ভোটের ব্যবধানে হারালেন বাবুনকে। যদিও অ্যাসোসিয়েশনের দুই সদস্য ভোট দেননি।
আরও পড়ুন: 'রোহিত তিনে নামলে শুভমন পাঁচে'! রাহুলের জায়গা কোথায়? হল 'গোলাপি রহস্যে'র সমাধান
এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বঙ্গ অলিম্পিক সংস্থার নির্বাচন হয়েছে। ইতিহাস বলছে ঠিক চার বছর আগে এই নির্বাচনকে ঘিরে বিরাট উন্মাদনা তৈরি হয়েছিল। এই সভাপতি পদের লড়াইকে ঘিরে উত্তপ্ত হয়েছিল নির্বাচন। দাদা-ভাইয়ের লড়াই দেখা গিয়েছিল সেবার। বাবুন তাঁর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিওএ সভাপতি হয়েছিলেন। অজিত এবার ভোটে না দাঁড়ানোয় ভাবা হয়েছিল যে, বাবুন সহজেই বাজিমাত করবেন। এবার রিটার্নিং অফিসার ছিলেন অজিত।
ভোটগণনার পর দেখা গেল যে মাত্র ২০টি ভোট পেয়েছেন তিনি। তাঁকে ২৫ ভোটে হারিয়ে শেষ হাসি হাসলেন চন্দন। সচিব পদের প্রতিদ্ধন্দ্বিতা করেছিলেন বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ জহর দাস ও কল্যাণ চট্টোপাধ্যায়কে। জহর ৪১-২৬ ভোটের ব্যবধানে হারিয়েছেন কল্যাণকে। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন কমল মৈত্র। ১৪ পদের জন্য় ৩৬টি অ্যাসোসিয়েশনের ৬৮ জন প্রতিনিধি ভোট দিলেন এদিন। এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ ভোটদান শুরু হয়েছিল। দুপুর তিনটে নাগাদ ফল বেরোতে শুরু করে।
আরও পড়ুন: ইন্দো-অজি সিরিজের মাঝে মর্মান্তিক খবর, খেলতে খেলতে মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)