#ISL: অমিতাভ-রজনিকান্তের সামনে হারল সচিনের দল

Updated By: Oct 21, 2014, 10:05 PM IST
#ISL: অমিতাভ-রজনিকান্তের সামনে হারল সচিনের দল
ম্যাচ দেখতে হাজির তিন নক্ষত্র। ছবি টুইটার থেকে

 

চেন্নাইয়ন এফসি (২) কেরল ব্লাস্টার্স (১)

ওয়েব ডেস্ক: আইএসএলের শুরুতেই প্রথম দুটো ম্যাচে হারল সচিন তেন্ডুলকরের কেরল ব্লাস্টার্স। ট্রেভর মর্গ্যানের দলকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিল অভিষেক বচ্চনের চেন্নাইয়ান এফসি। বিগ বি, অভিষেক, সচিন, রজনিকান্তের মতো একঝাঁক তারকার উপস্থিতিতে চেন্নাইয়ের মাটিতে বাজিমত করলেন মাতারাজ্জিরা। প্রথমার্ধে ইলানোর গোলে এগিয়ে য়ায় চেন্নাইয়ান এফসি। ম্যাচের পঞ্চাশ মিনিটে গোল করে কেরলকে ম্যাচে ফেরান হুম। ম্যাচের ৬৩ মিনিটে বার্নান্ড মেন্ডির করা বাইসাইকেল কিকের দুরন্ত গোল দুটো দলের মধ্যে পার্থক্য গড়ে দয়ে।  

এদিকে, দলের মার্কি ফুটবলার লুই গার্সিয়াকে ছাড়াই গোয়ায় উড়ে যাওয়ার আগে যুবভারতীতে শেষ প্রস্তুতি সেরে ফেলল অ্যাটলেটিকো ডি কলকাতা। দলের সেরা তারকাকে নিয়ে আশঙ্কা আগেই ছিল। মঙ্গলবার অনুশীলনের পরই পরিস্কার হয়ে গেল গার্সিয়াকে ছাড়াই জিকোর দলের মুখোমুখি হতে হবে সৌরভের দলকে। রবার্ট পিরেস, আন্দ্রে স্যান্টোসদের বিরুদ্ধে নামার আগে অবশ্য হুঙ্কার ছাড়লেন সঞ্জু প্রধান। গোয়া উড়ে যাওয়ার আগে সঞ্জুর সাফ কথা, ঘরের মাঠে চাপে থাকবে জিকোর দলই। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেললেও তিন পয়েন্টই লক্ষ্য টিম অ্যাটলেটিকোর।

গার্সিয়াকে ঘিরে অস্বস্তির মধ্যেই অ্যাটলেটিকো শিবিরে খুশির খবর কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন মাঝমাঠের নির্ভরযোগ্য ফুটবলার বরহা ফার্নান্ডেজ। মাঝমাঠে গার্সিয়ার ভূমিকায় দেখা যেতে পারে জোফরে ম্যাথুকে। গোয়ার দলটি নিয়ে যাবতীয় হোমওয়ার্ক করেই মাঠে নামতে চলেছে হাবাস অ্যান্ড কম্পানি।

কালীপূজোর দিন সন্ধ্যায় গোয়ার মাটিতে এফসি গোয়ার মুখোমুখি অ্যাটলেটিকো দি কলকাতা। মাঠে রবার্ট পিরেস, র‍্যান্টি মার্টিন্সদের সামলানোর পাশাপাশি মাঠের বাইরে জিকোকে সামলাতে হবে হাবাস ব্রিগেডকে। কোচ হিসেবে গোয়া দলটির বেঞ্চে থাকবেন ব্রাজিলের এই কিংবদন্তী ফুটবলার। তবে জিকোর উপস্থিতিকে পাত্তাই দিচ্ছে না এটিকে। বিপক্ষ দলের কোচকে নিয়ে না ভেবে নিজেদের নিয়েই ভাবছেন আর্নলরা। লিগ শীর্ষে থেকে গোয়ার মাটিতে নামবেন শুভাশিস, ফিকরুরা। শীর্ষে থেকে লড়াইয়ে নামার বিষয়টিকে অ্যাডভানটেজ হিসেবেই দেখছেন আর্নলরা।

.