সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসি
ইন্ডিয়ান সুপার লিগে অভিষেকেই বাজিমাত্ বেঙ্গালুরু এফসি'র। সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে এফসি পুণে সিটিকে ৩-১ গোলে হারিয়ে আইএসএলের ফাইনালে চলে গেল বেঙ্গালুরু।
নিজস্ব প্রতিবেদন : ইন্ডিয়ান সুপার লিগে অভিষেকেই বাজিমাত্ বেঙ্গালুরু এফসি'র। সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে এফসি পুণে সিটিকে ৩-১ গোলে হারিয়ে আইএসএলের ফাইনালে চলে গেল বেঙ্গালুরু।
আরও পড়ুন- কিশোর কুমারের গানে মাতিয়ে দিলেন রায়না
রবিবার ক্রান্তিরাভা স্টেডিয়ামে সেমিফাইনালের ফিরতি লেগে এফসি পুণে সিটির বিরুদ্ধে মাঠে নেমেছিল বেঙ্গালুরু এফসি। বালেওয়াড়িতে সেমিফাইনালের প্রথম লেগ গোলশূন্য ছিল। এদিন ম্যাচের ১৫ মিনিটে বেঙ্গালুরুকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে পানেনকা শটে পেনাল্টি থেকে স্কোরলাইন ২-০ করেন সুনীলই। ৮২ মিনিটে লুকার গোলে ব্যবধান কমালেও ৮৯ মিনিটে ফের সুনীল ছেত্রীর গোলে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু এফসি।
Big night, big player! @chetrisunil11 bagged a hat-trick and the Hero of the Match award, on his way to leading @bengalurufc to the #HeroISL final!#LetsFootball #BENPUN pic.twitter.com/KjcpesgHR4
— Indian Super League (@IndSuperLeague) March 11, 2018
প্রথমবার আইএসএলে খেলতে এসেই ফাইনালে আলবার্তো রোকার দল। ১৭ মার্চ ঘরের মাঠে এই ক্রান্তিরাভা স্টেডিয়ামেই আইএসএলের ফাইনালে নামবে বেঙ্গালুরু এফসি। প্রথমবার আই লিগে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। এবার আইএসএলেও তার পুনরাবৃত্তি করতে মরিয়া সুনীলরা।
And he's taking home the match ball #LetsFootball #BENPUN #HeroISL pic.twitter.com/JLD3T1dfL9
— Indian Super League (@IndSuperLeague) March 11, 2018