Chris Gayle | IPL Auction 2023: 'ধারের টাকা এবার দয়া করে ফেরত দাও'! ১৬ কোটির ক্রিকেটারকে তোপ গেইলের
Chris Gayle On Nicholas Pooran: টি-২০ ক্রিকেটের বেতাজ বাদশা ক্রিস গেইল। অবসরের ঘোষণা করেননি এখনও তিনি। তবে গেইল ক্রিকেট থেকে দূরত্ব বজায় রাখছেন। কিন্তু নিকোলাস পুরানের বিরুদ্ধে তিনি তোপ দাগলেন। সরাসরি বললেন, ধারের টাকা ফেরত দিতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) নিকোলাস পুরান (Nicholas Pooran) সত্যিই চওড়া কপাল নিয়ে জন্মেছেন। ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটার আইপিএলে (IPL) ধারাবাহিক ভাবে ব্যর্থ, তবুও বারবার বিরাট অঙ্কেই তিনি বিক্রি হচ্ছেন এক ফ্র্যাঞ্চাইজি থেকে অন্য ফ্র্যাঞ্চাইজিতে। গতকাল কোচিতে মিনি নিলামে (IPL Auction 2023) লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants, LSG) তাঁকে ১৬ কোটি টাকায় দলে নিয়েছে। স্যাম কারেন (Sam Curran), বেন স্টোকস (Ben Stokes) ও ক্যামেরন গ্রিন (Cameron Green) বেশি দামে বিক্রি হয়েছেন পুরানের থেকে। পারফরম্যান্সের ভাঁডার শূন্য, তবুও পুরানের এই অর্থপ্রাপ্তি দেখে অনেকেই চোখ কপালে তুলেছেন। এমনকী টি-২০ ক্রিকেটের রাজা ও আইপিএল কিংবদন্তি ক্রিস গেইলও (Chris Gayle) পুরানকে বিঁধেছেন। তবে অন্য ভাবে।
আইপিএলের সরকারি সম্প্রচারকারী চ্যানেলের বিশেষজ্ঞ হিসাবে, গেইল ছিলেন নিলাম সংক্রান্ত অনুষ্ঠানে। সেখানে তিনি হাসির ছলে পুরানকে উদ্দেশ্য করে বলেন, 'নিকি পি, তুমি আমার থেকে যে টাকা ধার নিয়েছিলে, এবার কি দয়া করে আমাকে ফেরত দেবে?' পুরান এখনও পর্যন্ত ৪৭টি আইপিএল ম্যাচ খেলে ৯১২ রান করেছেন। তাঁর গড় ২৬.০৬। গত মরসুমে পুরান ১৪ ম্যাচ খেলে ৩০৬ রান করেছেন। তাঁর গড় ৩৮.২৫। স্ট্রাইক রেট ১৪৪.৩৪। যদিও পুরান ২০২০-তে ভালো খেলেছিলেন। ১৪ ম্যাচে ৩৫৩ রান করেছিলেন ১৬৯.৭১-এর গড়ে।
কারেনকে পঞ্জাব কিংস ১৮.৫ কোটি টাকায়, ক্যামেরন গ্রিনকে মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৫ কোটি টাকায় ও স্টোকসকে ১৬. ২৫ কোটি টাকায় দলে নিয়েছে সিএসকে। এই তিন ক্রিকেটারের জন্য বিশেষ শব্দবন্ধ দিয়েছেন গেইল। টি-২০ ক্রিকেটের বাদশা বলছেন, 'এই তিন ক্রিকেটার প্রাইভেট জেট ক্য়াটেগরির প্লেয়ার'। ইংল্যান্ডের হ্যারি ব্রুককে ১৩.২৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ নিয়েছে। রাজস্থান লড়াই করেছিল। কিন্ত বাজেটে টান পড়ে যাওয়ায় আর এগোতে পারেনি। সদ্যসমাপ্ত পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজে স্টোকসার ৩-০ বাবরদের হোয়াটইওয়াশ করেছিল। ব্রুক ৯৩ এর স্ট্রাইক রেটে ৪৬৮ রান করেছিলেন। দেশের জার্সিতে ২০টি টি-২০ ম্যাচে তিনি ৩৭২ রান করেছেন। গড় ২৬.৫৭ ও স্ট্রাইক রেট ১৩৫। অন্যদিকে ময়াঙ্ক আগরওয়ালকেও ৮ কোটি ২৫ লক্ষ টাকায় নিয়েছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। গেইল বলছেন, 'ব্রুকের জন্য আগেই ব্যাংক ভেঙেছে হায়দরাবাদ। প্রচুর টাকা। প্লেয়ার হিসেবেও ও ভালো। আমি ময়ঙ্কের জন্যও খুশি। সানরাইজার্স ব্যাটিং বিভাগ গুছিয়ে নিয়েছে। এখন দেখার আইপিএলে সানরাইজার্স কেমন পারফর্ম করে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)