করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন পাঠান ভাইরা, সবার হাতে তুলে দিলেন মাস্ক
জাতীয় দলের তুই তারকা ক্রিকেটার ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান তাই চার হাজার মাস্ক মানুষের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেন।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে। করোনার প্রকোপ থেকে বাঁচতে গোটা দেশ লকডাউন। কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন ভারতের দুই তারকা ক্রিকেটার। করোনা সচেতনতায় এবার সবার হাতে মাস্ক তুলে দিলেন ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান।
দেশজুড়ে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তাতে সবার আগে প্রয়োজন সচেতনতা। আর সেই সচেতনতার প্রাথমিক পর্ব হল মাস্ক ব্যবহার এবং স্যানিটেইজার দিয়ে নিয়মিত সময়ের ব্যবধানে হাত পরিষ্কার রাখা। জাতীয় দলের তুই তারকা ক্রিকেটার ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান তাই চার হাজার মাস্ক মানুষের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেন। মাহমুদ খান পাঠান চ্যারিটেবল ট্রাস্টের নামে এই মাস্কের নামকরণ করা হয়েছে। এটা তাঁদের বাবা চালান। সেখান থেকেই এই মাস্কভদোদরা হেলথ ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Doing our bit for the society. Whatever u guys can do please go ahead and help each other as far as sanitation is concerned.But don’t gather crowd! @iamyusufpathan #corona it’s a small start hopefully we will be keep helping more. Everyone of us... pic.twitter.com/7oG7Sx4wfF
— Irfan Pathan (@IrfanPathan) March 23, 2020
একটি ভিডিয়ো পোস্ট করে ইরফান পাঠান লিখেছেন, "সমাজের জন্য এই সামান্যটুকু কাজ করতেই পারি। আপনারা যে যা কাজ পারেন করুন। একে অপরকে সাহায্য করুন। কোথাও ভিড় জমাবেন না। আমরা একে অপরকে সাহায্য করতে পারি যাতে।"
আরও পড়ুন - করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন তারকা কুস্তিগির বজরং পুনিয়া, দিলেন ৬ মাসের বেতন