U19 World Cup: আইসোলেশনেই ভারতের ৫ ক্রিকেটার! ফের করোনা রিপোর্ট পজিটিভ

দল বেছে নিতে হিমশিম খেতে হবে হেড কোচ ঋষিকেশ কানিতকারকে!

Updated By: Jan 21, 2022, 07:04 PM IST
U19 World Cup: আইসোলেশনেই ভারতের ৫ ক্রিকেটার! ফের করোনা রিপোর্ট পজিটিভ
করোনা ঘুম কেড়েছে ভারতীয় দলের!

নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (U19 World Cup 2022) আগামিকাল অর্থাৎ শনিবার উগান্ডার বিরুদ্ধে মাঠে নামছে যশ ধুলের (Yash Dhull) ভারত। ফের একবার গত ম্য়াচের মতোই দল বেছে নিতে হিমশিম খেতে হবে হেড কোচ ঋষিকেশ কানিতকারকে (Hrishikesh Kanitkar)। জানা যাচ্ছে যে, দ্বিতীয় বারের করোনা পরীক্ষায় ছয়জন ক্রিকেটারের মধ্যে পাঁচজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে ! একমাত্র  বাসু ভাটসের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁকে দল নির্বাচনের জন্য ভাবা হবে। বাকিরা থাকবেন আইসোলেশেনেই।

আরও পড়ুন: IPL 2022: আইপিএল খেলতে প্রস্তুত Kaif-Pathan ! নিলামের আগে ঘোষণা দুই মহারথীর

১৭ জনের স্কোয়াডে ৬ জন করোনা পজিটিভ হওয়ায় গত ম্যাচে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে গায়ে গায়ে ১১ জনকে নিয়ে দল করতে পেরেছিল ভারত। স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন ছিলেন বাঁ-হাতি ব্যাটার নিশান্ত সিন্ধু। উগান্ডার বিরুদ্ধেও কার্যত সেটাই হতে চলেছে। অধিনায়ক ধুলের রিপোর্টও পজিটিভ। বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, "অনূর্ধ্ব-১৯ দলের সম্প্রতি আরটি-পিসিআর ও ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে। আয়ারল্যান্ড ম্যাচের আগে ১৭ জনের দলে, ৬ জন করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের নির্বাচনের জন্য ভাবা যায়নি। বোর্ড পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখছে। বিসিসিআই-এর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে যারা আইসোলেশনে ছিলেন, তাঁরা আইসোলেশনেই থাকছেন।" এই ভাঙাচোরা দল নিয়েই ভারত ১৭৪ রানে আয়ারল্যান্ডকে হারায়। দুরন্ত জয়ের সুবাদে কানিতকারের শিষ্যরা সুপার লিগে নিজেদের আসন সংরক্ষণ করে ফেলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.