অ্যাডিলেডে পিঙ্ক টেস্ট; করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া, দেখে নিন সূচি
বুধবারই ভারতের অস্ট্রেলিয়া সফরের সম্পূর্ণ সূচি সরকারিভাবে প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদন: আইপিএল শেষ হলেই দু'মাসের লম্বা অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া।
IT'S ON! Dates and venues confirmed for blockbuster #AUSvIND summer.
Details here: https://t.co/B81SeKvYPx pic.twitter.com/3rTY210Blk
— cricket.com.au (@cricketcomau) October 27, 2020
আমিরশাহিতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আইপিএল খেলছেন ক্রিকেটাররা। দুবাই থেকে অস্ট্রেলিয়া পৌঁছে সিডনিতে কোয়ারেন্টিন পর্ব কাটানোর পরই প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা। বুধবারই ভারতের অস্ট্রেলিয়া সফরের সম্পূর্ণ সূচি সরকারিভাবে প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। নভেম্বর মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর।
একনজরে দেখে নিন সম্পূর্ণ সফর সূচি-
প্রথম একদিনের ম্যাচ- ২৭ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
দ্বিতীয় একদিনের ম্যাচ- ২৯ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় একদিনের ম্যাচ- ১ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা)
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ- ৪ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা)
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৬ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৮ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
এরপর ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ-
প্রথম টেস্ট : ১৭-২১ ডিসেম্বর (অ্যাডিলেড ওভাল, দিন-রাতের টেস্ট)
দ্বিতীয় টেস্ট : ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টেস্ট: ৭-১১ জানুয়ারি, ২০২১ (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
চতুর্থ টেস্ট: ১৫-১৯ জানুয়ারি, ২০২১ (গাব্বা, ব্রিসবেন)
আরও পড়ুন - জাতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন, কেকেআরের তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী