অবসর ভেঙে বাইশ গজে ফিরেই দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে এবি ডিভিলিয়ার্স!

অবসর ভেঙে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যেতে পারে এবিডি-কে!

Updated By: Apr 29, 2020, 06:12 PM IST
অবসর ভেঙে বাইশ গজে ফিরেই দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে এবি ডিভিলিয়ার্স!

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে ভক্তদের সুখবর দিলেন মিস্টার ৩৬০। অবসর ভেঙে বাইশ গজে ফিরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে পারেন এবিডি। ক্রিকেট সাউথ আফ্রিকা তাঁকে এমনই প্রস্তাব দিয়েছে বলে জানালেন ডিভিলিয়ার্স।

অবসর ভেঙে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যেতে পারে এবিডি-কে! ক্রিকেট বিশ্বে যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের কথায় উদ্বুদ্ধ হয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা করে ফেলেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু সেই সব পরিকল্পনায় জল ঢেলে দেয় মারণ ভাইরাস করোনা। করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে সব খেলায় ফুলস্টপ পড়ে গিয়েছে। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই অবসর ভেঙে জাতীয় দলে কামব্যাকটাও ডিভিলিয়ার্সের জন্য পিছিয়ে যাচ্ছে।

এসব জল্পনার মাঝেই আবারও মুখ খুললেন ডিভিলিয়ার্স।  তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার ইচ্ছে রয়েছে আমার।  শুধু জাতীয় দলে ফেরা নয়, ক্রিকেট সাউথ আফ্রিকা আমাকে আবার নেতৃত্ব দিতে অনুরোধ করেছে।" তবে দলে ফিরতে হলে আবার ভালো ফর্মে ফেরাটা ভীষণ জরুরি বলে মনে করেন এবি ডিভিলিয়ার্স।

 

আরও পড়ুন - "...করোনাভাইরাসের চেয়েও খারাপ!" বিস্ফোরক ক্রিস গেইল

.