WATCH | CWG 2022: বার্মিংহ্যাম উড়ে যাওয়ার আগে মন্দিরে গিয়ে পুজো দিলেন মনপ্রীতরা

"আমরা প্রস্তুতি সেরেছি কমনওয়েলথের জন্য। বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। বিগত কয়েক মাস নিজেদের শক্তি ও দুর্বলতার ওপর কাজ করেছি।"

Updated By: Jul 23, 2022, 06:12 PM IST
WATCH | CWG 2022: বার্মিংহ্যাম উড়ে যাওয়ার আগে মন্দিরে গিয়ে পুজো দিলেন মনপ্রীতরা
মনপ্রীতদের মিশন কমনওয়েলথ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2021) থেকে ব্রোঞ্জ জিতে দেশে ফিরেছিল ভারতীয় হকি দল। মনপ্রীত সিংরা ভারতে পা রেখেই চলে গিয়েছিলেন অমৃতসরের স্বর্ণমন্দিরে। টিম ইন্ডিয়ার পরবর্তী ডেস্টিনেশন বার্মিংহ্যাম। মিশন কমনওয়েলথ। এই মাল্টি-স্পোর্টস ইভেন্টে ভারত এখনও হকিতে সোনা জেতেনি। ২০১০ দিল্লি ও ২০১৪ গ্লাসগো কমনওয়েলথে ভারতকে সন্তুষ্ট থাকতে হয়েছিল রুপোতেই। ভারত শেষ করেছিল তিনে। শনিবার বার্মিংহ্যাম উড়ে যাওয়ার আগে পিআর শ্রীজেশরা মন্দিরে গিয়ে পুজো দিলেন। নিলেন ঈশ্বরের আশীর্বাদ। সাইয়ের পোস্ট করা ছবি ও ভিডিও এখন ভাইরাল।

আগামী ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত চলবে কমনওয়েলথ। মনপ্রীতরা 'পুল বি'-তে রয়েছে ইংল্যান্ড, কানাডা, ওয়েলস ও ঘানার সঙ্গে। আগামী ৩১ জুলাই ঘানার বিরুদ্ধে মনপ্রীতদের কমনওয়েলথ অভিযান শুরু হচ্ছে। মেগা ইভেন্টে উড়ে যাওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী শুনিয়েছে মনপ্রীতকে। তিনি বলেন, "আমরা কমনওয়েলথ রীতিমতো রোমাঞ্চিত। আমরা প্রস্তুতি সেরেছি কমনওয়েলথের জন্য। বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। বিগত কয়েক মাস নিজেদের শক্তি ও দুর্বলতার ওপর কাজ করেছি। পদক জেতার জন্য যা প্রয়োজন তাই করব আমরা।" 

 
কমনওয়েলথে ভারতের হকি দল:

 

গোলকিপার: পিআর শ্রীজেশ ও কৃষান বাহাদুর পাঠক
ডিফেন্ডার: বরুণ কুমার, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং, অমিত রোহিদাস, যুগরাজ সিং ও জরমনপ্রীত সিং
মিডফিল্ডার: মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ, শামসের সিং, আকাশদীপ সিং ও নীলকান্ত শর্মা
ফরোয়ার্ড: মনদীপ সিং, গুরজান্ত সিং, ললিত কুমার উপাধ্যায় ও অভিষেক

আরও পড়ুন: WATCH | Dravid | Kishan: রুদ্ধশ্বাস শেষ ওভার! দ্রাবিড়-ঈশানের অভিব্যক্তি ভাইরাল

আরও পড়ুনNeeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ! কখন কোথায় দেখবেন ম্যাচ?

আরও পড়ুনAfghanistan Cricket: ২০১০-এ ইংরেজদের অ্যাশেজ জয়ের এই নায়ক এবার নবি-রশিদদের দায়িত্বে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.