CWG 2022 | Manika Batra: বার্মিংহ্যামে জিতেই কমনওয়েলথ অভিযান শুরু করলেন মণিকারা

বার্মিংহ্যামে জিতেই কমনওয়েলথ (Commonwealth Games 2022) অভিযান শুরু করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। 

Updated By: Jul 29, 2022, 06:33 PM IST
CWG 2022 | Manika Batra: বার্মিংহ্যামে জিতেই কমনওয়েলথ অভিযান শুরু করলেন মণিকারা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বার্মিংহ্যামে জিতেই কমনওয়েলথ (Commonwealth Games 2022) অভিযান শুরু করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। শুক্রবার কমনওয়েলথ গেমসের প্রথম দিনে মণিকা বাত্রারা ৩-০ উড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। ভারত দাপটের সঙ্গেই খেলল এদিন। ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে মণিকা সোনা এনে দিয়েছিলেন ভারতকে। ভারত এদিন একটি ডাবলস ও দু'টি সিঙ্গলস ম্যাচ জিতে শক্তিশালী প্রোটিয়া বাহিনীকে ধরাশায়ী করে।

ভারতের হয়ে এদিন গ্রুপ টু- টাইয়ের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন রিথ টেনিসন ও শ্রীজা আকুলা। তাঁরা দক্ষিণ আফ্রিকার লায়লা এডওয়ার্ডস ও দানিশা প্যাটেলকে ১১-৭, ১১-৭ ও ১১-৫ হারিয়ে দেয়। এরপর মণিকা দক্ষিণ আফ্রিকার মুশিফুক কালামকে টাইয়ের প্রথম সিঙ্গলস ম্যাচে ১১-৭, ১১-৭ ও ১১-৫ গেমসে হারান। মণিকার দাপুটে জয়ের পর শ্রীজা স্ট্রেইট গেমে দানিশাকে ১১-৫, ১১-৩ ও ১১-৬ ব্যবধানে হারান। ভারতীয় দলকে অন্তিম দু'টি সিঙ্গলস ম্যাচ খেলতে হয়নি, যেহেতু ভারত ৩-০ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ইতিমধ্যেই।

এদিন বেলার দিকে ভারত ফিজির বিরুদ্ধে গ্রুপ-টুয়ের দ্বিতীয় টাইয়ে মুখোমুখি হবে। ফিজি ০-৩ গায়ানার কাছে হেরেছে। ভারত আগামিকাল খেলবে গায়ানার বিরুদ্ধে। গতবার গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে ভারত ঐতিহাসিক সোনা জিতেছিল। পাওয়ারহাউজ সিঙ্গাপুরকে ফাইনালে হারিয়ে দিয়েছিল তারা। সিঙ্গাপুর এবার ইংল্যান্ডকে ৩-০ উড়িয়েই গ্রুপ ওয়ান টাই জিতে পরের রাউন্ডে গিয়েছে।

আরও পড়ুন: CWG 2022 | Alysha Newman: সোনা জয়ী এই লাস্যময়ী অ্যাথলিটকে 'অন্য'ভাবে দেখতে টাকা খরচ করেন ফ্যানরা!

আরও পড়ুনCWG 2022 | Condoms: গেমস ভিলেজে চলবে ম্যারাথন সেক্স, অ্যাথলিটদের জন্যই দেড় লক্ষ কন্ডোম!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.