CWG 2022 | Manika Batra: বার্মিংহ্যামে জিতেই কমনওয়েলথ অভিযান শুরু করলেন মণিকারা
বার্মিংহ্যামে জিতেই কমনওয়েলথ (Commonwealth Games 2022) অভিযান শুরু করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বার্মিংহ্যামে জিতেই কমনওয়েলথ (Commonwealth Games 2022) অভিযান শুরু করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। শুক্রবার কমনওয়েলথ গেমসের প্রথম দিনে মণিকা বাত্রারা ৩-০ উড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। ভারত দাপটের সঙ্গেই খেলল এদিন। ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে মণিকা সোনা এনে দিয়েছিলেন ভারতকে। ভারত এদিন একটি ডাবলস ও দু'টি সিঙ্গলস ম্যাচ জিতে শক্তিশালী প্রোটিয়া বাহিনীকে ধরাশায়ী করে।
ভারতের হয়ে এদিন গ্রুপ টু- টাইয়ের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন রিথ টেনিসন ও শ্রীজা আকুলা। তাঁরা দক্ষিণ আফ্রিকার লায়লা এডওয়ার্ডস ও দানিশা প্যাটেলকে ১১-৭, ১১-৭ ও ১১-৫ হারিয়ে দেয়। এরপর মণিকা দক্ষিণ আফ্রিকার মুশিফুক কালামকে টাইয়ের প্রথম সিঙ্গলস ম্যাচে ১১-৭, ১১-৭ ও ১১-৫ গেমসে হারান। মণিকার দাপুটে জয়ের পর শ্রীজা স্ট্রেইট গেমে দানিশাকে ১১-৫, ১১-৩ ও ১১-৬ ব্যবধানে হারান। ভারতীয় দলকে অন্তিম দু'টি সিঙ্গলস ম্যাচ খেলতে হয়নি, যেহেতু ভারত ৩-০ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ইতিমধ্যেই।
এদিন বেলার দিকে ভারত ফিজির বিরুদ্ধে গ্রুপ-টুয়ের দ্বিতীয় টাইয়ে মুখোমুখি হবে। ফিজি ০-৩ গায়ানার কাছে হেরেছে। ভারত আগামিকাল খেলবে গায়ানার বিরুদ্ধে। গতবার গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে ভারত ঐতিহাসিক সোনা জিতেছিল। পাওয়ারহাউজ সিঙ্গাপুরকে ফাইনালে হারিয়ে দিয়েছিল তারা। সিঙ্গাপুর এবার ইংল্যান্ডকে ৩-০ উড়িয়েই গ্রুপ ওয়ান টাই জিতে পরের রাউন্ডে গিয়েছে।
আরও পড়ুন: CWG 2022 | Alysha Newman: সোনা জয়ী এই লাস্যময়ী অ্যাথলিটকে 'অন্য'ভাবে দেখতে টাকা খরচ করেন ফ্যানরা!
আরও পড়ুন: CWG 2022 | Condoms: গেমস ভিলেজে চলবে ম্যারাথন সেক্স, অ্যাথলিটদের জন্যই দেড় লক্ষ কন্ডোম!