দিন-রাতের টেস্ট নিয়ে এবার বড় কথা বললেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

বিদেশের মাটিতে প্রথম গোলাপি বলে টেস্ট কোন মাঠে খেলবে সেটা এখনও ঠিক হয়নি।

Updated By: Feb 17, 2020, 03:13 PM IST
দিন-রাতের টেস্ট নিয়ে এবার বড় কথা বললেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

নিজস্ব প্রতিবেদন: ভারত-বাংলাদেশ ইডেন টেস্ট দিয়েই গোলাপি বলে টেস্ট খেলা শুরু করেছে বিরাট কোহলির দল। দিন-রাতের টেস্ট এবার থেকে নিয়মিত খেলবে ভারত। রবিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিলমোহর পড়ে গেল।

নিউ জিল্যান্ডে দুই টেস্টের সিরিজের পর এবার টিম ইন্ডিয়ার ফোকাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি-কুড়ির বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ায় চার টেস্ট সিরিজ খেলবে ভারত। তারপর ২০২১ সালে  ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। দুটি সিরিজেই একটি করে গোলাপি বলে টেস্ট খেলবে কোহলির দল।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানান, "সরকারি ঘোষণা হবে শীঘ্রই। তবে বৈঠকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা দিন-রাতের টেস্ট খেলব। পরের বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও একটা গোলাপি বলে টেস্ট খেলব। এবার থেকে দিন-রাতের টেস্ট নিয়মিতভাবে খেলবে ভারত। "

বিদেশের মাটিতে প্রথম গোলাপি বলে টেস্ট কোন মাঠে খেলবে সেটা এখনও ঠিক হয়নি। তবে ব্রিসবেন এবং অ্যাডিলেডের মধ্যে কোথাও খেলা হবে। তবে বোর্ডের এক আধিকারিকের মতে", দেখতে হবে সিরিজের প্রথম টেস্ট দিন-রাতের হলে ভালো হয় নাকি মধ্যিখানে! কারণ মাঝখানে হলে ছন্দ নষ্ট হতে পারে বলে মনে হয়। " তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালে ফেব্রুয়ারিতে দিন-রাতের টেস্টের ভেনুর দৌড়ে এগিয়ে মোতেরার নবনির্মিত স্টেডিয়াম।
 

আরও পড়ুন -  IPL 2020: ইডেনে চেন্নাই বনাম কলকাতা ম্যাচ কবে? KKR-এর সম্পূর্ণ সূচি দেখে নিন

.