David Miller | T20 World Cup 2024 Final: সূর্য গ্রাসেই স্বপ্নভঙ্গ! ৪৮ ঘণ্টাতেও কমেনি যন্ত্রণা, ভেঙে পড়লেন 'কিলার মিলার'
David Miller On T20 World Cup 2024 Final: ডেভিড মিলার নীরবতা ভাঙলেন, বোঝালেন আজও কমেনি যন্ত্রণা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার ঘাড়ে 'চোকার্স' তকমা চাপিয়েই রুদ্ধশ্বাস টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup 2024 Final) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত প্রথমে ব্য়াট করে সাত উইকেটে তুলেছিল ১৭৬ রান। জবাবে প্রোটিয়া ১৬৯ রান তুলতে পেরেছিল। মাত্র ৭ রানে হেরে যায় রামধনু দেশ। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জেতার জন্য় ছিল মাত্র ১৬ রান টার্গেট। ক্রিজে ছিলেন ডেভিড মিলার (David Miller) ও কেশব মহারাজ (Keshav Maharaj)। মিলার ১৬ বলে ২১ রানে ব্য়াট করছিলেন।
আরও পড়ুন: ভারতই ফের বিশ্বসেরা, রুদ্ধশ্বাস আফ্রিকান সাফারিতে সিংহ বধ রোহিতদের
১৪০ কোটি ভারতবাসীর হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য় এই একটা নামই যথেষ্ট। ২০১২ সাল থেকে মিলার আইপিএল খেলছেন। পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্য়ালস হয়ে তিনি এখন গুজরাত টাইটান্সের। ভারতীয় ক্রিকেট ফ্য়ানরা জানেন যে, মিলার কী করতে পারেন ব্য়াট হাতে। তাই তাঁর বাইশ গজের নাম 'কিলার মিলার'! কিন্তু না সেদিন ক্রিকেট বিধাতাও চেয়েছিলেন ট্রফি উঠুক ভারতের হাতে। হার্দিক পাণ্ডিয়া প্রথম বলটিই করেন ওয়াইড ফুলটস, মিলার তুলে খেলেন। বাউন্ডারি লাইনের ধারে অবিশ্বাস্য় ক্য়াচ নিয়ে সূর্যকুমার যাদব শুধু মিলারকেই ডাগআউটে ফেরত পাঠাননি, ভারতের হাতেও কাপটি তুলে দেন।
আইপিএলে এই হার্দিকের সঙ্গেই ২০২২-২৩ মরসুম খেলেছেন মিলার। তাঁর বলেই দিয়ে আসেন ক্য়াচ। মিলার দেশে ফিরে ইনস্টাগ্রামে বোঝান যে, ফাইনাল হারের ব্য়থা আজও কমেনি তাঁর। মিলার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'আমি ভেঙে পড়েছি। সত্য়ি বলছি বিগত ৪৮ ঘণ্টা ধরে এই যন্ত্রণা সহ্য় করতে পারিনি। ভাষায় বোঝাতে পারব না যে, ঠিক কী চলছে আমার ভিতরে। তবে একটা কথা বলতে পারি, এই দলটার জন্য় আমি গর্বিত। অসাধারণ এক যাত্রার মধ্য়ে দিয়ে গেলাম। পুরো মাস জুড়েই ওঠানামা। আমরা ব্য়থা পেয়েছি। কিন্তু আমি জানি যে, এই দলের সহনশীলতা রয়েছে। মানদণ্ড বাড়তেই থাকবে।'
আরও পড়ুন: দ্বীপরাষ্ট্রেই নতুন কোচের উদয়! জোড়া নাম ঘোষণা জয়ের, কে বা কারা হটসিটে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)