East Bengal: লড়াকু মানসিকতায় মোহিত কার্লেস কুয়াদ্রাত, আরও এক বাঙালি ফুটবলার ইস্টবেঙ্গলে!
East Bengal Signs Provat Lakra: ইস্টবেঙ্গলে চলে এলেন বাংলার চেনা ফুটবলার। এবার রক্ষণের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। সাদার্ন সমিতি থেকেই উঠে এসেছেন কল্য়াণীর এই ফুটবলার।
প্রভাতে মোহিত হয়েছেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতও। তিনি বলছেন, 'লাকরা বাংলার অভিজ্ঞ ফুটবলার। কেরিয়ারে দ্রুত উন্নতি করেছে। যতবার আমরা ওর বিরুদ্ধে খেলেছি, আমি ওর লড়াকু মানসিকতা রক্ষণ সামলানোর তীব্রতা দেখে মোহিত হয়েছি। আমার সঙ্গে ওর প্রথম যখন কথা হয়েছিল, লাকরা বলেছিল যে, ও বড় ক্লাবে প্রভাব ফেলতে চায়। পেশাদার কেরিয়ারের সেরা বছরগুলি দিতে চায়। এমন একটি প্রকল্পে লাকরা শামিল হতে চায় যা তাকে উৎসাহিত করবে। আমি নিশ্চিত যে, এই চ্যালেঞ্জিং মরসুমে ও আমাদের অনেক সাহায্য করবে।'
বাংলার ছেলে ইস্টবেঙ্গলে এসে রীতিমতো খুশিতে ফুটছেন। তিনি বলেন, 'ইস্টবেঙ্গল একটা প্রতিষ্ঠান। এই আইকনিক ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করাই অত্য়ন্ত গর্বের। আমার কোচ কুয়াদ্রাতের সঙ্গে খুব ভালো কথাবার্তা হয়েছে। আমি ওর কোচিংয়ে খেলার জন্য় মুখিয়ে আছি। কোচ খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেন। সেরাটা বার করে আনেন। লাল-হলুদ জার্সি পরে প্রতিবার নিজের সেরাটাই দেব। ডার্বি খেলার জন্য়ও রোমাঞ্চিত।' সাদার্ন সমিতি থেকে উঠে আসা প্রভাত গোকুলাম কেরালা, নর্থ ইস্ট ইউনাইটেড ও জামশেদপুর ঘুরে ইস্টবেঙ্গলে এলেন।
এদিন সকালে মোহনবাগানও রক্ষণে জোর বাড়িয়েছে। ব্রিটেনের ফুটবলার টম আলড্রেডকে সই করিয়েছে। ইংল্য়ান্ড-স্কটল্য়ান্ড-অস্ট্রেলিয়া ঘুরে তিনি এবার পা রাখছেন ভারতে। টমকে পেয়ে খুশি মোহনবাগানের কোচ হোসে মোলিনা। তিনি বলেন,'টম আলড্রেড আমাদের রক্ষণকে শক্তিশালী করবে। একজন অভিজ্ঞ খেলোয়াড়। ওর দুর্দান্ত শারীরিক গঠন। রক্ষণাত্মকভাবে খুব আক্রমণাত্মক। টম এরিয়াল বলের উপর আধিপত্য বিস্তার করার সঙ্গেই খুব ভালো খেলাট গড়তে পারে।' টম সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে বলছেন, 'আমি মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়ে খুশি হয়েছি। সবুজ -মেরুন জার্সি পরা খুবই সম্মানের হবে মাঠে নামতে মরিয়া আমি।' ইস্ট-মোহন, দুই ক্লাবই সাধ্য়মতো দল সাজিয়ে নিচ্ছে।
বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.