ভারত সফরের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা; টেস্ট ও টি-টোয়েন্টিতে আলাদা অধিনায়ক
১৫ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ভারত সফর শুরু করছে প্রোটিয়ারা।
নিজস্ব প্রতিবেদন : টেস্ট ক্রিকেটের কোনও অভিজ্ঞতা নেই এমন তিন ক্রিকেটারকে নিয়েই ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা দলের খোলনলচে বদলে ফেলা হয়েছে। টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন ফাফ দু প্লেসি। কিন্তু টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার নতুন নেতা কুইন্টন ডি'কক। টি-টোয়েন্টি স্কোয়াডেই রাখা হয়নি ফাফকে।
পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখনও বেশ খানিকটা দেরি আছে। তাই নতুন কাউকে নেতৃত্বে দেখে নিতে চাইছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কর্তারা। আর তাই ভারত সফরে টি-টোয়েন্টিতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে কুইন্টন ডি'কককে। এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অস্থায়ী ডিরেক্টর অফ ক্রিকেট করি ভ্যান জিল। তেমনই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে রাখা হয়েছে পেসার অ্যানরিখ নর্টজে, উইকেটকিপার ব্যাটসম্যান রুডি সেকেন্ড এবং স্পিনার অলরাউন্ডার সেনুরান মুথুসামি।
“The T20 Series gives us the last chance to have a look at our leadership and batting options as the next edition of the ICC Men’s T20 World Cup is now little more than a year away which is why we have gone with an inexperienced leadership group." - Corrie van Zyl pic.twitter.com/zb2W35DCvM
— Cricket South Africa (@OfficialCSA) August 13, 2019
একনজরে দেখে নেওয়া যাক ভারত সফরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল- কুইন্টন ডি'কক(অধিনায়ক), রাসি ভ্যান ডার দুসেন(সহ অধিনায়ক), তেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বর্ন ফোরটুইন, বউরান ফোরটুইন, রেজা হেন্ড্রিক্স, ডেভিড মিলার, অ্যানরিখ নর্টজে, আন্দিলে ফেলুকায়ো, ডোয়াইন প্রিস্টোরিয়াস, কাগিসো রাবাডা, তাবারেজ শামসি, জন-জন স্মাটস।
টেস্ট দল- ফাফ দু প্লেসি(অধিনায়ক), তেম্বা বাভুমা(সহ-অধিনায়ক), থেউনিস দে ব্রুইন, কুইন্টন ডি'কক, ডিন এলগার, জুবায়ের হামজা, কেশব মহারাজা, এইডেন মার্কারাম, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নর্টজে, ভার্নান ফিল্যান্ডার, ডেন পেইডিট, কাগিসো রাবাডা, রুডি সেকেন্ড।
Aiden Markram, Theunis de Bruyn and Lungi Ngidi were not considered for T20 selection as they will be warming up for the Test series by playing in South Africa’s four-day matches against India A. pic.twitter.com/GUrHuFKRzJ
— Cricket South Africa (@OfficialCSA) August 13, 2019
১৫ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ভারত সফর শুরু করছে প্রোটিয়ারা। তারপর এদেশে তিন টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন - আজ যুবরাজকে ছাপিয়ে যাওয়ার হাতছানি হিটম্যানের সামনে