করোনার মাঝে অভিযান; IFA-এর পতাকা উড়বে নেপালে হিমালয়ের আমা ডাবলাম শৃঙ্গে

২২,৩৪৯ ফুট উচ্চতায় হিমালয়ের আমা ডাবলাম পৌঁছানোর লক্ষ্যে বেরিয়ে পড়েছেন বাংলা এভারেস্টজয়ীরা। আইএফএর পতাকা তাঁদের সঙ্গী।

Reported By: সুখেন্দু সরকার | Updated By: Nov 2, 2020, 09:09 PM IST
করোনার মাঝে অভিযান; IFA-এর পতাকা উড়বে নেপালে হিমালয়ের আমা ডাবলাম শৃঙ্গে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগের মাঝেই বাংলা থেকে প্রথম পাহাড় অভিযান। অভিযানে রওনা দিয়েছেন বাংলার তিন এভারেস্টজয়ী- দেবাশীষ বিশ্বাস, মলয় মুখার্জি, এবং সত্যরূপ সিদ্ধান্ত। তাঁদের সঙ্গী কিরণ পাত্র। লক্ষ্য নেপালে হিমালয়ের আমা ডাবলাম শৃঙ্গজয়। আর সেখানেই উড়বে আইএফএর পতাকা।

২২,৩৪৯ ফুট উচ্চতায় হিমালয়ের আমা ডাবলাম পৌঁছানোর লক্ষ্যে বেরিয়ে পড়েছেন বাংলা এভারেস্টজয়ীরা। আইএফএর পতাকা তাঁদের সঙ্গী। অভিযান শেষে তা থাকবে আমা ডাবলামে। এমনটাই জানিয়েছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এর একটি সিনথেটিক পতাকা তুলে দেয়া হয়েছে দেবাশীষ, মলয়, সত্যরূপদের হাতে। বরফ বৃষ্টিতেও নেপালের শৃঙ্গে উড়তে পারবে সেই পতাকা। এই প্রথম এই ধরনের উদ্যোগ।

করোনা মহামারীর মধ্যে এই প্রথম পাহাড় অভিযানে যাচ্ছেন তিন বাঙালি এভারেস্টজয়ী। কঠিন সময়ে মানুষকে সাহস জোগানোর জন্য এই অভিযান বলে জানান সত্যরূপ, মলয়, দেবাশিসবাবুরা।

আরও পড়ুন - IPL 2020: আইপিএল শেষে অবসর! ড্রেসিংরুমে সতীর্থদের জানিয়ে দিলেন তারকা ক্রিকেটার

 

.