বিশ্বকাপে ব্রাত্য যুবরাজকে আইপিলে ১৬ কোটিতে কেনার সাহস দেখাল দিল্লি
ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্মেন্সের পরেও বিশ্বকাপে জাতীয় দলে ঠাঁই হয়নি গতবারে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের অন্যতম সেরা বাজি যুবরাজ সিংয়ের। আজ আইপিএল এইট-এর নিলামে সে দুঃখ বোধহয় কিছুটা ঘুচল যুবির। রেকর্ড মূল্য ১৬ কোটি টাকার বিনিময়ে যুবরাজকে কিনে নিল দিল্লি ডেয়ার ডেভিলস।
ওয়েব ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্মেন্সের পরেও বিশ্বকাপে জাতীয় দলে ঠাঁই হয়নি গতবারে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের অন্যতম সেরা বাজি যুবরাজ সিংয়ের। আজ আইপিএল এইট-এর নিলামে সে দুঃখ বোধহয় কিছুটা ঘুচল যুবির। রেকর্ড মূল্য ১৬ কোটি টাকার বিনিময়ে যুবরাজকে কিনে নিল দিল্লি ডেয়ার ডেভিলস।
যুবরাজকে নিয়ে আজ রীতিমত নিলামের যুদ্ধ বেঁধে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর দিল্লি ডেয়ার ডেভিলসের মধ্যে। ফলে রীতিমত আকাশ ছোঁয়া দাম ওঠে যুবির। শেষ পর্যন্ত অবশ্য বাজিমাত করে ডেয়ারডেভিলসই।
গত বছর এই যুবরাজকেই ১৪ কোটি টাকার বিনিময়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। আইপিএল ৭ -এ প্রত্যাশামত খেলতে না পারলেও এ বছরও তাঁকে হারাতে চাইনি ব্যাঙ্গালোর। ভারতীয় দলের প্রাক্তন সহ অধিনায়কের সঙ্গেই শ্রীলঙ্কার ওয়ান ডে দলের ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথুইসকেও ৭ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে কিনে নিল দিল্লি।
চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ওপেনারকে ৩ কোটি টাকার বিনিময়ে কিনল কিংস XI পঞ্জাব।
দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার বেস প্রাইস ঠিক হয়ে ছিল ২০০ লক্ষ টাকা। আজকে নিলামে প্রথমে হাসিম আমলার নাম তোলা হলেও এখনও পর্যন্ত তিনি অবিক্রিত।