আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পো

এক ম্যাচ বাকি থাকতেই ২০১১-১২ মরসুমে ভারত সেরা হল ডেম্পো। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল তারা। খেতাব জয়ের আশা জিইয়ে রাখতে হলে, শুক্রবার ডেম্পোকে হারাতেই হত মরগ্যানের দলকে।

Updated By: Apr 20, 2012, 10:38 PM IST

এক ম্যাচ বাকি থাকতেই ২০১১-১২ মরসুমে ভারত সেরা হল ডেম্পো। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল তারা। খেতাব জয়ের আশা জিইয়ে রাখতে হলে, শুক্রবার ডেম্পোকে হারাতেই হত মরগ্যানের দলকে। কিন্তু মারগাঁওতে গোলশূন্যভাবে শেষ হয় আই লিগের মেগা ম্যাচ। ডু অর ডাই ম্যাচে ৩ স্ট্রাইকার নিয়ে মাঠে নেমেছিলেন মরগ্যান। শুরু থেকেই আক্রমনে ঝড় তোলেন টোলগেরা। ম্যাচে দুটি সহজ সুযোগ নষ্ট করেন ব্রাজিলীয় স্ট্রাইকার এডমিলসন। বিরতির ঠিক আগে টোলগেকে বক্সে ফেলে দিলেও, পেনাল্টি দেননি রেফারি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ইস্টবেঙ্গল। ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন টোলগে। দ্বিতীয়ার্ধে পাল্লা দিয়ে দুরন্ত ফুটবল খেলে ডেম্পোও। রন্টির ফ্রিকিক থেকে নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। পরিবর্ত হিসাবে সঞ্জু প্রধান আর বলজিত সিংকে মাঠে নামিয়ে একটা মরিয়া চেষ্টা করেছিলেন মরগ্যান।কিন্তু শেষঅবধি জয়সূচক গোল খুঁজে পায়নি ইস্টবেঙ্গল। টোলগেদের সঙ্গে ম্যাচ গোলশূন্য হওয়ার ফলে, ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট পেয়ে আই লিগের সেরা হল গোয়ার ডেম্পো স্পোর্টস ক্লাব। এই নিয়ে ৫ বার ভারত সেরা হল গোয়ার দলটি।

.